‘পাটের সুদিন আবারো ফিরে আসছে’

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১৩

পাট চাষিদের আয় বৃদ্ধিবিষয়ক দুই দিনের এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে পাটমন্ত্রী গোলাম দোস্তগীর গাজী বলেছেন, ‘পাট উৎপাদনে প্রধান উৎস হলো ফরিদপুর। সরকার পাটকে আরো এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে, এখন পৃথিবীতে প্লাস্টিকের রিপ্লেস করার চেষ্টা করছে। আর এই কাজে পাটই পারে ওই জায়গায় দখল নিতে। আগামীতে পাটের চাহিদা বিশ্বব্যাপী থাকবে।’

সোমবার দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলার রাজ্জাক জুট মিলে এই কর্মশালা হয়।

প্রধান অতিথি আরো বলেন, ‘শুধু সরকার নয়- বেসরকারি উদ্যোক্তাদেরও পাটকে এগিয়ে নেয়ার কাজে অংশ নিতে হবে। তবেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব।

তিনি বলেন, ‘জুট রির্সাস আমাদের অনেক দূর এগিয়ে দিয়েছে। এজন্যই আগামীতে আমরা আর পাট বীজ অন্যদেশ হতে আমদানি করব না। নিজেদের উৎপাদিত ভাল মানের বীজ দিয়ে আরো বেশি পাট আবাদের মধ্যে দিয়ে উৎপাদন করতে পারব।

অতীতের সরকার পাট শিল্পকে ধ্বংস করেছে উল্লেখ করে বলেন, শেখ হাসিনা সরকার পাটের সুদিন ফিরিয়ে দেয়ার কাজ করে যাচ্ছে। আমরা অল্প দিনের এই পাটের অতীত গৌরব ফিরিয়ে আনতে পারব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজ্জাক জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার খান।

এসময় আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট সাংবাদিক আবেদ খান, জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, সুইডেনের ক্রিস্টিনা ওস্টারগ্রেন, মেস্কিকোর ড্যানিয়েলা ম্যানডোজা এবং ফ্রান্সের কুইনটিন ম্যাটিউস।

জুট বরগ ইন্টারন্যাশনালের আয়োজনে দুই দিনের এই কর্মশালায় স্থানীয় ৫০ জন পাটচাষি ছাড়া চারটি দেশের প্রতিনিধিরা অংশ নেন।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :