ব্যালট পেপারে খালেদার মুক্তির দাবিতে সিল!

নারায়ণগঞ্জ প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ মার্চ ২০১৯, ২২:৩৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা পরিষদ নির্বাচনে বেশ কয়েকটি ভোট কেন্দ্রে ব্যালট পেপারে বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবি করে সিল মেরেছেন ভোটাররা।

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে রবিবার ভোটগ্রহণ শেষে গণনার সময় অনেক ব্যালটে এমন সিল দেখা যায়। ব্যালটে বিভিন্ন কলমে বেগম খালেদা জিয়ার মুক্তি চাই লিখেছেন ভোটাররা। আর এসব পেপারের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

সোনারগাঁয়ে রবিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে ৪টা পর্যন্ত। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হলেও ভোটার উপস্থিতি ছিল খুবই কম।

এর মাঝেই ব্যালটে খালেদার মুক্তি চেয়ে সিল মেরেছেন বিএনপিপন্থীরা। কোনো কোনো ভোটার ব্যালট পেপারে লিখেছেন ‘খালেদা জিয়ার মুক্তি চাই’, ‘খালেদা জিয়া জেলে কেনো জবাব চাই’।

মূলত বিএনপির কর্মী সমর্থকদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেই এসব ব্যালট পেপারের ছবি দেখা গেছে।

এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্র্নিং অফিসার মো. জসিম উদ্দিন বলেন, ‘এ ধরনের ঘটনা আমার জানা নেই। যদি এমন ঘটে থাকে তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবেন।’

ভোটের দিন সরেজমিনে, কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসাররা বসে বসে অলস সময় পার করছেন। ভোটার কম বিধায় তাদেরও চাপ কম। তাই বুথে বসে খোশগল্পে মজেছেন। এতে অনেক ভোটার নিজ নিজ ভোট অনেকটা চাপমুক্তভাবেই প্রয়োগ করেছেন। কেউ কেউ মনে করছেন সেই সুযোগে কোন কোন ভোটার এই কাজগুলো করেছেন।

ঢাকাটাইমস/৩১মার্চ/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :