বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের আল্টিমেটাম

ব্যুরো প্রধান,বরিশাল
 | প্রকাশিত : ০১ এপ্রিল ২০১৯, ২০:০৪

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) চলমান ছাত্র আন্দোলনের সপ্তম দিনে উপাচার্য অধ্যাপক ড. এস এম ইমামুল হককে পদত্যাগ করার জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে উপাচার্যের পদত্যাগ চেয়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করার সময় শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।

আন্দোলনে নেতৃত্ব দেওয়া গণিত বিভাগের শেষ বর্ষের ছাত্র মহিউদ্দীন আহমেদ সিফাত বলেন, ‘উপাচার্য স্যারেকে আমরা ৪৮ ঘণ্টা সময় দিয়েছি। এই ৪৮ ঘণ্টার মধ্যে যদি পদত্যাগ না করেন, তবে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করব। আজ আমরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মরকলিপি প্রদান করেছি। আমাদের দাবি উপাচার্যের পদত্যাগ। আশা করি, কর্তৃপক্ষ এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।’

এসময় আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে অন্যপক্ষের ইন্ধন আছে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, ‘ভিসি স্যার শুরু থেকেই আমাদের এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্নভাবে মিথ্যাচার করেছেন। এমনকি যে বিজ্ঞপ্তির মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন, তারও বিভিন্ন পয়েন্টে মিথ্যাচার করেছেন। আমাদের এই আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন। এখানে অন্য কোন পক্ষের ইন্ধন নেই।’

এ বিষয়ে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, ‘স্মারকলিপি আমি যথাযথ জায়গায় পৌঁছে দেব। কর্তৃপক্ষ তা বিবেচনা করবেন। আমি লক্ষ্য করেছি, শিক্ষার্থীদের এই আন্দোলনে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ অনেকেই একমত। আশা করি, খুব দ্রুত একটি সমাধানে আমরা পৌঁছাতে পারব। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি ঐতিহ্য রয়েছে, আমরা সেটি বজায় রাখব।’

গত ২৬ মার্চ উপাচার্যের গার্ডেন পার্টি আয়োজনের বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলনে নামলে তাদের ‘রাজাকারের বাচ্চা’ বলে অভিহিত করা হয় বলে শিক্ষার্থীদের অভিযোগ। চলমান আন্দোলনে উপাচার্য বক্তব্যের ভুল বোঝাবুঝি নিয়ে দুঃখ প্রকাশ করলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

(ঢাকাটাইমস/১এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

১২ বছর সাজাপ্রাপ্ত কুবির সেই ছাত্রলীগ নেতার জামিন

সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের কর্মসূচি ঘোষণা

স্নাতক স্তরে বাধ্যতামূলক ইন্টার্নশিপ চালুর পরামর্শ ইউজিসির

আঞ্চলিক কেন্দ্রসমূহে আইসিটি ও ওয়ান স্টপ সার্ভিস সেন্টার বিকেন্দ্রীকরণের সিদ্ধান্ত 

বেরোবিতে গাইবান্ধা জেলা সমিতির নেতৃত্বে মোশফিকুর-শাকিল

তাপপ্রবাহ: মাধ্যমিক স্কুল খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা

ইউআইটিএস-এ ইইই বিভাগের ৩৭তম ব্যাচের বিদায়ী সংবর্ধনা 

বিবিএ পড়াকালেই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসে ভর্তির সুযোগ পাবেন ঢাবি শিক্ষার্থীরা

নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে নজরুল জয়ন্তী

চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলা করার বিকল্প নেই : হাবিপ্রবি উপাচার্য

এই বিভাগের সব খবর

শিরোনাম :