ব্যাটারি ব্যবসার আড়ালে আগ্নেয়াস্ত্রের কারবার, যুবক আটক

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ১৯:১৩ | প্রকাশিত : ২৯ নভেম্বর ২০১৯, ১৮:৫৮

ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে চারটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ এক ব্যাটারি ব্যবাসায়ীকে আটক করেছে র‌্যাব-৬। তার নাম মো. জোয়েব হোসেন শাকির (৪২)। এ সময় তার কাছ চারটি ম্যাগজিন ও ১৩ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে কালিগঞ্জ উপজেলার জনপ্রিয় এন্টার প্রাইজের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত জোয়েব হোসেন শাকির যশোরের বারান্দিপাড়া এলাকার আব্দুল আউয়ালের ছেলে।

সিপিসি-২, ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা থেকে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তিনি পেশায় একজন ইজি বাইকের ব্যাটারির ব্যবসায়ী। তিনি তার ব্যাটারির ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন যাবৎ অস্ত্রের ব্যবসা করে আসছে।

ঢাকাটাইমস/২৯নভেম্বর/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :