স্ত্রী-পুত্রের সঙ্গে ডাবল সেঞ্চুরি উদযাপন মুশফিকের

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৪
অ- অ+

টেস্ট ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ডাবল সেঞ্চুরি করেছেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিম। সেই আনন্দের রেশ এখনো কাটেনি তার। ম্যাচ শেষ করে বাসায় ফিরে স্ত্রী এবং ছেলেকে নিয়ে কেক কেটে এমন কীর্তি উদযাপন করেছেন মুশফিক।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উদযাপনের একটি ছবি পোস্ট করেছেন মুশফিকুর রহিম। ছবিতে দেখা যাচ্ছে, মুশফিককে তার স্ত্রী কেক খাইয়ে দিচ্ছেন। আর মুশফিকের কোলে তার শিশুপুত্র মায়ান।

ছবির ক্যাপশনে মুশফিকুর রহিম লিখেছেন, ‘ডাবল সেঞ্চুরি উদযাপন।’

মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে গত সোমবার ২০৩ রান করে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম। ডাবল সেঞ্চুরি করে মাঠেই প্রাণ খুলে উদযাপন করেছিলেন তিনি।

দ্বিশতকের পর ডাইনোসরের ক্ষিপ্রতা প্রকাশের মাধ্যমে উদযাপন করেছিলেন এই টাইগার ক্রিকেটার। তবে কাউকে উদ্দেশ্য করে মুশফিকের এমন অভিনব উল্লাস ছিল না। ছেলেকে খুশি করতে এমন উদযাপন করেছিলেন তিনি।

সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম বলেছিলেন, ‘এটা (উদযাপন) আমি আগে থেকে চিন্তা করিনি। আমার ছেলে আসলে ডাইনোসরের খুব বড় ফ্যান। ও সবসময় ডাইনোসর দেখলে অন্যরকম সেলিব্রেশন করে। সেইটাই জাস্ট করার চেষ্টা করছিলাম। আমার ডাবল সেঞ্চুরিটা ওর (মায়ান) জন্য।’

(ঢাকাটাইমস/২৬ ফেব্রুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্ট্যান্ডার্ড ব্যাংকে ‘এএমএল ও সিএফটি কমপ্লায়েন্স’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
আইএফআইসি ব্যাংকের উদ্যোগে ‘তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 
জুলাই উইমেন্স ডে উপলক্ষে জনতা ব্যাংকের আলোচনা সভা
সিরাজগঞ্জে পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা