করোনা: বিয়ে বন্ধ, উভয় পক্ষের জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)
 | প্রকাশিত : ১০ এপ্রিল ২০২০, ২০:৪২

ধুমধামে চলছিল বিয়ের আয়োজন। কনের বাড়িতে বরের আগমনেই কয়েকশ মানুষের সমাগম। উৎসবের আমেজে স্থানীয় দুই চেয়ারম্যানের সায়ে বন্ধু-বান্ধব, প্রতিবেশী আর স্বজন নিয়ে বিয়ে অনুষ্ঠান হচ্ছিল।

হঠাৎ বিয়ের আসরে নির্বাহী ম্যাজিস্ট্রেট। নিমিষেই পণ্ড হয়ে গেল বিয়ে এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় উভয় পক্ষের গুণতে হয়েছে জরিমানা।

শুক্রবার দুপুরে সাভারের আমিন বাজার এলাকার সালেহপুর গ্রামে কনের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে র‌্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এ অভিযান চালান।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, করোনায় দেশে মহামারি আকার ধারণ করছে। সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে, যাতে লোকজনের সমাগম না হয়। সেখানে সামাজিক দূরত্ব বজায় না রেখে সরকারি আদেশ অমান্য করে বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। বিবাহ অনুষ্ঠান বন্ধ করে বর ও কনে পক্ষের আটজনকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর সাথে দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিবাহ অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এসময় বিবাহ অনুষ্ঠানে উপস্থিত আমিন বাজার ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ও বনগাঁ ইউনিয়নের সাইফুল ইসলাম চেয়ারম্যানকে সর্তক করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :