জাভেদ ওমরের পাশে বিসিবি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০২০, ০৯:৪৮| আপডেট : ২২ এপ্রিল ২০২০, ১০:০১
অ- অ+

জাতীয় দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিমের বিপক্ষে ওঠা অভিযোগকে ভিত্তিহীন ও অযৌক্তিক বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নারী টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনকালে দলের অভ্যন্তরীন তথ্য ফাঁস করায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি) জাভেদকে কোন দায়িত্ব থেকে দূরে রাখতে বিসিবিকে নির্দেশ দিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

তবে সাবেক এ ব্যাটসম্যানের বিপক্ষে অভিযোগ ওঠার এক দিন পরই তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিসিবি বলেছে ক্রিকেটের বিশ্ব নির্বাহি সংস্থার পক্ষ থেকে তারা এমন কোন নির্দেশনা পায়নি।

বিসিবির প্রধান নির্বাহী নিজাউদ্দিন চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ‘আমি যা বলতে পারি তা হচ্ছে আইসিসির কাছ থেকে আমরা এ ধরনের কোন নির্দেশনা পাইনি।’

তিনি আরো বলেন, ‘এ ধরনের কোন ঘটনা ঘটলে আইসিসি সাধারনত বোর্ড সভাপতি বা আমাকে জানিয়ে থাকে। তবে বোর্ড সভাপতি কিংবা আমি কেউই আইসিসির কাছ থেকে এ ধরণের কোন নির্দেশনা পাইনি। এটি একটি স্পর্শকাতর বিষয়, সুতরাং তিনি কি লিখছেন সে বিষয়ে সকলেরই সতর্ক হওয়া উচিত। এফঃা হভপক একজন মানুষের সামাজিক ও ব্যক্তিগত সুনাম জড়িত।’

এ ধরনের খবর দেখে খুবই হতাশ হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার জাভেদ। তবে এ বিষয়ে কোন ধরনের মন্তব্য না করার সিদ্বান্ত নিয়েছেন তিনি।

জাভেদ বলেন, ‘বিসিবি বিষয়টি পরিস্কার করেছে,এ বিষয়ে ব্যাখ্যা করার মত আমার কিছু নেই। আপাতত এ বিষয় নিয়ে আমার কোন মন্তব্য নেই।’

১৯৯৫ সালে জাতীয় দলে অভিষেক হওয়ার পর ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে ৪০টি টেস্ট ও ৫৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন জাভেদ।

(ঢাকাটাইমস/২২ এপ্রিল/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইমনের রেকর্ড গড়া সেঞ্চুরিতে বাংলাদেশের প্রত্যাশিত জয়
নির্বাচন কমিশন কখন তফসিল ঘোষণা করবে জাতি জানতে চায়: রিজভী
স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত
ইমনের সেঞ্চুরিতে আমিরাতকে চ্যালেঞ্জিং টার্গেট দিল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা