কুমিল্লায় স্বাক্ষর জালিয়াতির অভিযোগে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ আগস্ট ২০২০, ১৩:৪৬ | প্রকাশিত : ২৩ আগস্ট ২০২০, ১২:৪৮

স্বাক্ষর জালিয়াতির অভিযোগে কুমিল্লার দাউদকান্দি উপজেলার চরগোয়ালী খন্দকার নাজির আহমেদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবেন্দ্র চন্দ্র বৈষ্ণবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বুলবুল আহমেদকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।

সভাপতি মুশফিকুর রহমান জানান, বিদ্যালয়ের সভাপতির স্বাক্ষর জালিয়াতি করে ২০২০ সালের বৈশাখী ভাতা এবং মার্চ, এপ্রিল ও মে মাসের সরকারি বেতন উত্তোলনের অভিযোগ ওঠে প্রধান শিক্ষক দেবেন্দ্র চন্দ্রের বিরুদ্ধে। পরবর্তীতে বিষয়টি জনতা ব্যাংক দাউদকান্দি শাখার ব্যবস্থাপকের, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিবেদনে প্রমাণিত হয়। এছাড়া ২০১৯ সালের ১০ ডিসেম্বর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অর্থ উপ-কমিটির অডিট রিপোর্টে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের আয়ের টাকা ব্যাংক হিসাবে জমা না করে আত্মসাতের অভিযোগ পা্ওয়া যায়। প্রায় ৬০ লাখ টাকার অনিয়মের কোনো জবাব দেবেন্দ্র চন্দ্র বৈষ্ণব দিতে পারেননি। তাই ম্যানেজিং কমিটির সভায় সব সদস্যের মতামতে তাকে বরখাস্তের এই সিদ্ধান্ত নেয়া হয়।

তবে অভিযোগ অস্বীকার করে দেবেন্দ্র চন্দ্র বৈষ্ণব বলেন, ‘আমার বিরুদ্ধে এই অভিযোগ বানোয়াট। বরখাস্তের কোনো কাগজ পাইনি। বোর্ডের নির্দেশনা ছাড়া ম্যানেজিং কমিটি প্রধান শিক্ষককে বরখাস্ত করতে পারে না।’

(ঢাকাটাইমস/২৩আগস্ট/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :