রায়নার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারে সিএসকে

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২০, ১১:০২
অ- অ+

ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল না খেলে দেশে ফিরে আসায় সুরেশ রায়নার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছে চেন্নাই সুপার কিংস। সূত্রের খবর এমনই। ২০২১ আইপিএলের আগেই দেশের প্রাক্তন অলরাউন্ডারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারে সিএসকে। আইপিএলের শুরুর দিন থেকেই চেন্নাইয়ে খেলেছেন রায়না। মাঝে দু’‌বছর চেন্নাই নির্বাসিত থাকায় রায়না ছিলেন গুজরাট লায়ন্সের অধিনায়ক। তারপর আবার চেন্নাইয়েই ফেরেন।

কিন্তু আইপিএল না খেলেই দেশে ফিরে আসায় বাঁহাতি ব্যাটসম্যানের উপর বিরক্ত চেন্নাই। জানা গেছে, হোটেলে তাঁর জন্য বিলাসবহুল রুম বরাদ্দ না হওয়ায় বিরক্ত রায়না আইপিএল না খেলার সিদ্ধান্ত নেন। এমনকি ধোনিও বিষয়টি নিয়ে রায়নার সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু রায়না রাজি হননি।

আইপিএলের একটি সূত্র জানাচ্ছে, ‘‌সিএসকে–র নিয়মানুযায়ী কোচ, অধিনায়ক ও ম্যানেজারই হোটেলে বিলাসবহুল ঘর (‌স্যুইট‌)‌ পান। রায়নাকেও সেরকম ঘরই দেওয়া হয়েছিল। কিন্তু সেই ঘরে নাকি ছিল না ব্যালকনি। তাই বিরক্ত হয়েছেন রায়না।’‌ সূত্রের দাবি, ‘‌বিষয়টা এত মারাত্মক নয় যে আইপিএল না খেলে দেশে ফিরে আসতে হবে। মনে হচ্ছে চেন্নাইয়ে সংক্রমণ বেড়ে যাওয়ায় পরিবার নিয়ে চিন্তিত রায়না দেশে ফিরে এসেছেন।’‌

তবে রায়না যদি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ফের আইপিএল খেলতে আসেন, তাহলে পরিস্থিতি বদলাতেও পারে। এমনিতেই দুই ক্রিকেটার দীপক চাহার, ঋতুরাজ গায়কোয়াড় ছাড়া দলের সাপোর্ট স্টাফ সহ প্রায় ১২ জন করোনায় আক্রান্ত। তার উপর রায়না দেশে ফিরে আসায় চেন্নাই সমস্যায় পড়ে গেছে।

(ঢাকাটাইমস/০১ সেপ্টেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিদেশে নির্মিত সিনেমায় ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
‘মেট গালা’য় প্রথম ভারতীয় পুরুষ হিসেবে শাহরুখের ইতিহাস
প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা 
শিল্পী প্রদ্যোত কুমার দাসের শিল্পকর্ম প্রদর্শনী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা