‘ধর্ষণে’ মানসিক ভারসাম্য হারানো তরুণীর লাশ মিলল খালে

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২০, ২০:৩৮| আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ২১:১২
অ- অ+

বরিশালের বাবুগঞ্জে ধর্ষণের শিকার হয়েছিলেন মাসুদা আক্তার (২২) নামে এক তরুনী। এ ঘটনায় বিচার না পেয়ে ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। অবশেষে ভারসাম্যহীন ওই তরুণীর লাশ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়দের খবরে বুধবার বেলা ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর সেতুর খাল থেকে তরুণীর লাশটি উদ্ধার করা হয়।

নিহত মাসুদা আক্তার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের পশ্চিম পাংশা গ্রামের মালেক সরদারের মেয়ে।

মাসুদার বাবা আব্দুল মালেক সরদার বলেন, ‘প্রায় ৫-৬ বছর আগে বিয়ের প্রলোভন দেখিয়ে স্থানীয় এক ছেলে মাসুদাকে ধর্ষণ করে। এতে সে গর্ভবতী হয় এবং পরবর্তীতে একটি সন্তান জন্ম দেয়। তবে ধর্ষক যুবক তরুণী ও তার সন্তানের পিতৃত্ব স্বীকার না করে পালিয়ে বিদেশে চলে যায়। এ নিয়ে আদালতে মামলা করেও কোন সুরাহা পাইনি। ফলে ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারাতে থাকে সে।’

এ প্রসঙ্গে মহানগরীর বিমানবন্দর থানার ওসি এসএম জাহিদ বিন আলম বলেন, ‘রহমতপুর সেতুর খালে মাসুদার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর আগে সে ধর্ষণ হয়েছে কিনা বা কেউ তাকে হত্যা করে লাশ খালে ফেলেছে কিনা তা ময়নাতদন্ত রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে। তবে আপাতত এই ঘটনায় থানায় একটি অমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে হত্যা কিংবা ধর্ষণের আলামত পাওয়া গেলে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

(ঢাকাটাইমস/৭অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিহতের পরিবারকে ৫ কোটি টাকা দেওয়ার নির্দেশ: মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় হাইকোর্টের রুল
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছে বিএমএসএফ
বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ৩২, আইসিইউতে মারা গেল ৯ বছরের শিশু নাফি
ড. ইউনূসের পাশে বিএনপি-জামায়াতসহ চার দল, ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা