পিছিয়ে গেল বিগ ব্যাশ

৩ ডিসেম্বর শুরু হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টি-২০ বিগ ব্যাশ লীগের (বিবিএল) । তবে আয়োজকরা জানিয়েছেন নতুন সূচি অনুযায়ী এক সপ্তাহ পিছিয়ে ১০ ডিসেম্বর শুরু হবে আকর্ষনীয় এ টুর্নামেন্টের দশম আসর।
করোনাভাইরাসের কারণে বন্ধের পরে দেশের আন্ত:সীমানা পুনরায় চালু হলে একাধিক শহরে খেলা হবে এবারের আসরের ম্যাচগুলো।
বিগ ব্যাশ লিগের প্রধান অ্যালিস্টার ডবসন বলেন, ‘এতে কোন সন্দেহ নেই, বিবিএলের সবচেয়ে কঠিন সূচির কাজটি করা হচ্ছে এবং আমরা যেখানে আছি তাতে টুর্নামেন্ট শুরু নিয়ে, আমরা উচ্ছসিত।’
করোনাভাইরাসের কারনে বন্ধ ছিলো বেশক’টি রাজ্য সীমানা। রাজ্য সীমানাগুলো পুনরায় চালু করা হবে। আগামী মাসে হোবার্ট, ক্যানবেরা, ব্রিসবেন এবং অ্যাডিলেডে ২১ টি ম্যাচ আয়োজন করার অনুমতি দেয়া হবে।
নতুন বছরের টুর্নামেন্টের ভেন্যুগুলো আগামী সপ্তাহে ঘোষণা করা হবে। সেখানে মেলবোর্নও যুক্ত হতে পারে।
আট-ফ্র্যাঞ্চাইজির এই টুর্নামেন্টে বিশ্বের শীর্ষস্থানীয় টি-টুয়েন্টি ক্রিকেটাররা অংশ নেবেন।
হোবার্টে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সিডনি সিক্সার্স ও হারিকেন মুখোমুখি হবে।
(ঢাকাটাইমস/০৬ নভেম্বর/এআইএ)

মন্তব্য করুন