তামিমের ওপর আস্থা রাখছেন বরিশাল কোচ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২০, ১১:০৯| আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ১১:৫৭
অ- অ+

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফরচুন বরিশালের শুরুটা ভালো হয়নি। জেমকন খুলনার বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে গিয়েও আরিফুল হকের বিধ্বংসী ব্যাটিংয়ের কাছে হারতে হয়েছে তামিম ইকবালের দলকে। ম্যাচের অন্তিম মুহূর্তে মিরাজকে দিয়ে বল করানোর জন্য বিতর্কিত হয়েছেন অধিনায়ক তামিম। তবে তামিমের সিদ্ধান্ত ভুল ছিল, মানতে নারাজ দলের কোচ সোহেল ইসলাম। জানিয়েছেন, তামিমের ওপর আস্থা আছে বরিশাল দলের।

খুলনার বিপক্ষে বরিশালের প্রথম ম্যাচের পরও দলের কোচ সোহেল ইসলাম অধিনায়ক হিসেবে তামিম ইকবালের ওপরই আস্থা রাখছেন। বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিমের অভিজ্ঞতা ও সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই বলে জানিয়েছেন তিনি।

সোহেল বলেন, ‘অধিনায়কই তো আসলে ক্রিকেট খেলায় মাঠ নিয়ন্ত্রণ করে। এটা তো বুঝতে হবে। তামিমের মতো ছেলে দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলছে এবং অনেক জায়গায় অধিনায়কত্ব করেছে। অধিনায়কত্ব নিয়ে বা মাঠের মধ্যে তার সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগই নেই।’

প্রথম ম্যাচে শেষ ওভারে মেহেদী হাসান মিরাজের হাতে বল তুলে দিয়ে বিতর্কিত হয়েছিলেন তামিম। মিরাজের করা ঐ ওভারে খুলনার প্রয়োজন ছিল ২২ রান, আরিফুল ৫ বলেই নেন ২৪ রান। তবে তামিমের সিদ্ধান্তে সমস্যা ছিল, এমনটি মানতে নারাজ সোহেল, ‘আমাদের পুরো বিশ্বাস আছে। তার যেটা ভালো মনে হয়েছে সেটাই সে প্রয়োগ করেছে, চেষ্টা করেছে। হয়তো যার ওপর বিশ্বাস রেখেছিল, সে ওরকম পারফর্ম করতে পারেনি। তার মানে এই না যে অধিনায়কত্বে সমস্যা ছিল। এরকম চিন্তা করার কোনো সুযোগ নেই।’

‘এ ব্যাপারে আমার কোনো ভয় নেই এবং দ্বিধা নেই। আমরা সব খেলোয়াড় এবং সাপোর্টিং স্টাফ আছি, আমরা তামিমকে সর্বোচ্চ সমর্থন করার চেষ্টা করছি। এবং আমরা আশা করছি ভালো করবো।’- যোগ করেন সোহেল।

(ঢাকাটাইমস/২৮ নভেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার সাবেক রাষ্ট্রপতি ইস্যুতে সরানো হলো কিশোরগঞ্জের এসপিকে, তদন্ত কমিটি গঠন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর প্লট-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ২ মাস
আ.লীগ থেকে বিএনপিতে আসার বক্তব্য নিয়ে রিজভীর প্রতিবাদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা