রাতে বার্সেলোনার প্রতিপক্ষ লেভান্তে

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০২০, ১২:০৬
অ- অ+

গত সপ্তাহে লা লিগায় কাদিসের মতো দলের বিরুদ্ধে ১-২ গোলে হার। তার ধাক্কা সামলে ওঠার আগে গত বুধবার ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের বিরুদ্ধে হার ০-৩ গোলে। সব মিলিয়ে বিপর্যস্ত বার্সেলোনা আজ (রবিবার) লা লিগায় লেভান্তের বিরুদ্ধে নতুন পরীক্ষা দিতে নামছে। ক্যাম্প ন্যুতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়।

পয়েন্ট টেবলে লেভান্তে রয়েছে ১৮ নম্বরে। কিন্তু ৯ নম্বরে থাকা বার্সেলোনাও স্বস্তিতে থাকার সুযোগ পাচ্ছে না। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, নতুন ম্যানেজার রোনাল্ড কোম্যানের ফুটবল-দর্শনের সঙ্গে এখনও নিজেদের মানিয়ে নিতে পারেননি ফুটবলাররা। তা নিয়ে আড়ালে অনেক ফুটবলারই না কি উষ্মা প্রকাশ করেছেন।

শনিবার সংবাদ সম্মেলনে কোম্যান জানিয়েছেন, টানা দুই হারের পরেও তাঁর কাজ করতে কোনো সমস্যাই হচ্ছে না। তিনি বলেছেন, ‘আমি বরাবর ফুটবলারদের ভাবনাকে সম্মান দেওয়ার চেষ্টা করে এসেছি। তবে এটা এমন একটা ক্লাব যেখানে কোনো সমস্যা হলে তা স্পষ্ট করে জানাতে হবে।’

তিনি আরো বলেন, ‘ফুটবলারদের বলি, যদি আমাকে নিয়ে সমস্যা হয়ে থাকে, তবে সেটা আমাকেই বলতে হবে। তারপরেও ফুটবলারদের অসন্তোষ সংক্রান্ত যে খবর ফাঁস হয়ে বাইরে প্রকাশিত হয়, তা সম্পূর্ণ মিথ্যা। ফুটবলারদের উপরে আস্থা না থাকলে আমি কাজই করতে পারতাম না।’

(ঢাকাটাইমস/১৩ ডিসেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙ্গুনিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
গোপালগঞ্জের সহিংস ঘটনা তদন্তে সাবেক বিচারপতির নেতৃত্বে কমিশন গঠন
১৫ বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ প্রধান উপদেষ্টার
আমাদের লড়াইটা কেবল বাংলাদেশে নয়, পুরো দক্ষিণ এশিয়াব্যাপী: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা