কুষ্টিয়ায় সড়কে প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ১৯:২০
অ- অ+

কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় শ্যালক ও দুলাভাই নিহত হয়েছেন।

বুধবার সকালে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা বারোমাইলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোর জেলা পাঁচবাড়ীয়া এলাকার আবুল হোসেনের ছেলে রাশেদ (ড্রাইভার) (৩৬) ও একই এলাকার খয়ের উদ্দিনের ছেলে ইয়ামিন (হেলপার) (৩২)। তারা দুজন সম্পর্কে শ্যালক ও দুলাভাই।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, যশোর থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভেড়ামারা বারোমাইলে পৌঁছালে বিশ্রামের উদ্দেশ্যে গাড়িটি এক সাইডে রেখে গাড়ির ভেতর ঘুমিয়ে পড়েন চালক ও হেলপার। অন্যদিকে পাবনা থেকে ছেড়ে আসা আরেকটি ট্রাক ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে।

এতে ঘটনাস্থলে ট্রাকের ভেতরে থাকা ঘুমন্ত দু’জন মারা যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ দুটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

(ঢাকাটাইমস/৩ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুমিল্লায় ৪ মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার
শেরপুরে পৃথক ঘটনায় দুই মরদেহ উদ্ধার
ঝিনাইদহে সাপের কামড়ে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর
২৩ হাজার ইয়াবাসহ দুই মোটরসাইকেল আরোহী ট্রাফিক পুলিশের হাতে গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা