করোনা থেকে সেরেই নতুন ছবিতে সায়মন

গত ১ আগস্ট করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ নেন চিত্রনায়ক সায়মন সাদিক। কিন্তু তাকে রক্ষা পাননি সায়মন। ভ্যাকসিন নেওয়ার কয়েকদিন পরই মহামারি করোনাভাইরাস থাবা বসায় অভিনেতার শরীরে। অবশেষে দুই সপ্তাহ করোনার সঙ্গে লড়াই করে গত ২০ আগস্ট তিনি এই মরণ ভাইরাস থেকে মুক্ত হন। বর্তমানে তিনি সুস্থ।
করোনামুক্ত হয়েই ‘পোড়ামন’ খ্যাত নায়ক সায়মন সাদিক চূড়ান্ত হলেন নতুন ছবিতে কাজের জন্য। নাম ‘জলরঙ’। এটি সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা। ২০২০-২০২১ অর্থবছরে ‘জলরঙ’ ৬০ লাখ টাকা অনুদান পেয়েছে। ছবিটি পরিচালনা করবেন অপূর্ব রানা। সোমবার সায়মন গণমাধ্যমকে জানান যে, তিনি এ ছবিতে কাজ করছেন।
অভিনেতা বলেন, ‘অপূর্ব রানা ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক অনেক ভালো। তার সিনেমাটিতে অনুষ্ঠানিকভাবে চূড়ান্ত না হলেও মৌখিকভাবে চূড়ান্ত হয়েছি। অবশ্য রানা ভাইয়ের ছবিতে মৌখিক চূড়ান্তই যথেষ্ট আমার কাছে। দুই-এক দিনের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হবে। সেপ্টেম্বর মাসের শুরুর দিকে শুটিং শুরু হওয়ার সম্ভাবনা আছে।’
জানা গেছে, অপূর্ব রানার ‘জলরঙ’-এর নায়ক হিসেবে সায়মনের নামেই অনুদানের জন্য জমা দেওয়া হয়েছিল। তাই সিনেমাটিতে তিনিই থাকছেন। তবে সায়মনের বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন, তা এখনও চূড়ান্ত হয়নি। শিগগিরই নায়িকা চূড়ান্ত করা হবে বলে জানান এই অভিনেতা।
এদিকে, সময়ের ব্যস্ত নায়ক সায়মনের তিনটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। সেগুলো হলো-‘কাজের ছেলে’, ‘লাইভ’ ও ‘আনন্দ অশ্রু’। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে প্রেক্ষাগৃহে সিনেমাগুলো মুক্তি পাবে। বর্তমানে তার হাতে রয়েছে ‘গ্যাংস্টার’সহ কয়েকটি সিনেমা। সেই তালিকায় ‘জলরঙ’ও যুক্ত হলো।
ঢাকাটাইমস/২৪আগস্ট/এএইচ

মন্তব্য করুন