ক্যারিবিয়ানদের এমন হার মানতে পারছেন না লারা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২১, ১২:৩৬

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের ফেবারিট হিসেবে খেলছেন কারা?— এমন প্রশ্নে চোখ বন্ধ করে বলা না গেলেও শিরোপা জয়ের সম্ভাবনায় থাকা ওয়েস্ট ইন্ডিজকে বাদ দেওয়া ততটা সহজ না! তবে বাঘা বাঘা টি-টোয়েন্টি ক্রিকেটার, অভিজ্ঞতা আর দারুণ একঝাঁক সম্ভাবনাময় ক্রিকেটার থাকা সত্ত্বেও কাল ক্যারিবিয়ানরা গড়ল লজ্জার রেকর্ড। ইংল্যান্ডের বিপক্ষে হতাশাজনক হারে শুরু হলো বর্তমান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ।

বিশ্বকাপের সুপার টুয়েলভের উদ্ধোধনী দিনের দ্বিতীয় ম্যাচে বর্তমান ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়ন ইংলিশদের বোলিং তোপে পড়েন পোলার্ড-গেইলরা। আসা-যাওয়ার মাঝে থাকা দিনে মাত্র ৫৫ রানেই অলআউট হয়ে যান ক্যারিবিয়ানরা। জবাবে ৭০ বল বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙর ফেলে ইংল্যান্ড।

ওয়েস্ট ইন্ডিজের বাজে হারে হতাশ ও ক্ষোভ ঝেড়েছেন ক্রিকেটের কিংবদন্তী ব্রায়ান লারা।

আইসিসির পূর্ণ সদস্য দলগুলির মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বনিম্ন স্কোর গড়ায় ওয়েস্ট ইন্ডিজের সমর্থক তো বটেই চরম হতাশ দলটির সাবেকরাও। নিজের দল ওয়েস্ট ইন্ডিজের এমন পারফরম্যান্সে হতাশ মাঠের বাইরে থাকা ক্রিকেটের রাজপুত্র ব্রায়ান লারা।

বিপুল প্রত্যাশা থাকা সত্ত্বেও এমন বাজে ফর্ম দেখানোয় দলের খেলোয়াড়দের প্রতি ক্ষোভ ঝেড়েছেন সাবেক ক্যারিবিয়ান অধিনায়ক। তিনি বলেন, ‘এটা ভীষণ হতাশাজনক, দায়িত্বজ্ঞানহীন পারফরম্যান্স। একজন ওয়েস্ট ইন্ডিয়ান হিসেবে এই পারফরম্যান্সকে বর্ণনা করা মতো আমার কাছে কোনরকম ভাষা নেই! আমি ভীষণ হতাশ।’

আগামী ২৬ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াইয়ে নামবে আন্দ্রে রাসেল-এভিন লুইসরা। সেদিন নিশ্চয় জয় তুলে নিয়ে আসরে ফিরতে চাইবেন তারা।

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/এইচএন)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :