অটোরিকশার চাকায় ওড়না পেচিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০২১, ১৭:৩৩
অ- অ+

সাভারে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেচিয়ে বিনা (১৮) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার দুপুর একটার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার সিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

নিহত বিনা সাভারের ভাকুর্তা ইউনিয়নের চরতোলাতুলি গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। তিনি ঢাকার শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি ডিপ্লোমার দ্বিতীয় বছরের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিনা সাভারের ভাকুর্তা থেকে কোন এক বন্ধুর বাসার উদ্দেশ্যে সাভারের রেডিও কলোনি বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। এ সময় সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে একটি অটোরিকশা নিয়ে রেডিও কলোনি যাওয়ার পথে সিটি সেন্টারের সামনে পৌঁছালে রিকশার দ্রুতগতির কারণে বাতাসে তার ওড়নাটি চাকার সাথে পেচিয়ে যায়। এসময় রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে পাশের সুপার ক্লিনিকে নিলে তার অবস্থার আরও অবনতি হয়। পরে এনাম মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ইনচার্জ ম্যানেজার ইউসুফ আলী বলেন, বিনাকে আমাদের হাসপাতালে আনার আগে অন্য একটি হাসপাতালে নেয়া হয়েছিল। আমাদের এখানে আনা হয় দুপুর ২টার দিকে ততক্ষণে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার ওসি আতিকুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে; পাশাপাশি প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ সংগঠন কর্মকাণ্ড চালালেই ব্যবস্থা: রেজাউল মল্লিক
শ্রীপুরে পিকআপের ধাক্কায় সিএনজিচালক নিহত
আওয়ামী লীগ নিষিদ্ধের গেজেট প্রকাশের পরই নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি
ভারতের রাফাল ধ্বংসকারী চীনা যুদ্ধবিমান জে-১০সি কিনতে যাচ্ছে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা