‘সাইকো’র পর ফের একসঙ্গে রোশান-পূজা

গত বছর অনন্য মামুনের পরিচালনায় ‘সাইকো’ নামের একটি ছবিতে প্রথম জুটি বাঁধেন হালের অন্যতম জনপ্রিয় দুই তারকা জিয়াইল রোশান ও পূজা চেরি। সেটি রয়েছে মুক্তির অপেক্ষায়। তার আগে ফের একবার জুটি বাঁধলেন রোশান-পূজা। তাদের নতুন ছবির নাম ‘নাকফুল’।
প্রাচীনকাল থেকেই বাঙালি নারীর গহনা হিসেবে নাকফুলের প্রচলন। এবার সেই নামেই সিনেমা তৈরি করতে যাচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। পরিচালনায় আছেন অলোক হাসান। ছবিটির গল্প লিখেছেন ফেরারী ফরহাদ।
বুধবার বিকালে কাওরান বাজারে অবস্থিত আরটিভির প্রধান কার্যালয়ে ‘নাকফুল’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জিয়াউল রোশান ও পূজা চেরি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ছবিটির প্রযোজক ও আরটিভির প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান।
চুক্তি স্বাক্ষর শেষে পূজা চেরি বলেন, ‘নাকফুল একটি নারীর কাছে বিশেষ এক অলংকার। নারীদের কাছে এক আবেগের গহনা। আশা করি কাজটি খুব ভালো হবে। দর্শকরা নিরাশ হবেন না।’ রোশান বলেন, ‘বেঙ্গল মাল্টিমিডিয়ার সঙ্গে এর আগেও কাজ করেছি। এবারের ছবিটি গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হতে যাচ্ছে। গল্পটি খুবই চমৎকার।’
রোশান-পূজা ছাড়াও এ ছবির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করবেন লুৎফর রহমান জর্জ, আলীরাজ ও সীমান্তসহ অনেকে। চায়ের দেশ সিলেটে এর শুটিং হবে বলে জানিয়েছেন নির্মাতা আলোক হাসান। তিনি বলেন, ‘ভিন্ন ধরনের একটি গল্প নিয়ে আমরা হাজির হতে যাচ্ছি। নির্মাণে নতুনত্ব রাখতে চাই। পছন্দের শিল্পীদের পেয়েছি। কাজটি অবশ্যই ভালো হবে।’
ঢাকাটাইমস/০৩ফেব্রুয়ারি/এএইচ

মন্তব্য করুন