প্রিমিয়ার লিগে ব্যাটে-বলে দ্যুতি ছড়ালেন যারা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২২, ১৯:২৫
অ- অ+

দেখতে দেখতে শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এবারের আসর। সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহের মাধ্যমে চ্যাম্পিয়ন হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আর ব্যাট হাতে রেকর্ড গড়ে রান সংগ্রহের দিক থেকে লিড দিচ্ছেন প্রাইম ব্যাংকের এনামুল হক বিজয়। আর বল হাতে উইকেট শিকারে সবার উপরে রয়েছেন রাকিবুল হাসান।

ডিপিএলের চলতি মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করা ছয়টি দল সুযোগ পায় সুপার লিগে। আর সুপার লিগের খেলা শেষে ১৫ ম্যাচে সর্বোচ্চ ২৪ পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তাদের চেয়ে দুই পয়েন্ট কম নিয়ে রানারআপ হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ২০ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে প্রাইম ব্যাংক। আর চার নম্বরে থাকা গতবারের চ্যাম্পিয়ন আবাহনীর সংগ্রহ ১৮।

সদ্য শেষ হওয়ার এই ঢাকা লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেকান প্রাইম ব্যাংকের ওপেনার এনামুল হক বিজয়। লিস্ট ‘এ’মর্যাদা পাওয়ার পর সাইফ হাসানের ৮১৪ রানের রেকর্ড ছাড়িয়ে সর্বোচ্চ রানের মালিক বনে গেছেন। আর এক মৌসুমে গড়েছেন এক হাজার রানের মাইলফলক। যা বিশ্বের কোনো ব্যাটসম্যানের এক মৌসুমে চার অঙ্কের রান ছোঁয়ার রেকর্ড নেই।

এবারের আসরে নয়টি ফিফটির পাশাপাশি তিনটি সেঞ্চুরির দেখা পেয়েছেন এনামুল। আর ম্যাচ প্রতি তার গড় রান প্রায় ৮২। দ্বিতীয় থাকা লিজেন্ড অব রূপগঞ্জের নাঈম ইসলামের সঙ্গে তার রানের পার্থক্য ২৭৯। ২টি ফিফটি এবং ৫টি সেঞ্চুরিতে ৮৫৯ রান তুলেছেন নাঈম। আর ৬৬৮ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকার তিন নম্বরে রয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

এদিকে বল হাতে সফল বোলার প্রাইম ব্যাংকের বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসান। ১৫ ম্যাচ খেলে নিজের ঝুঁড়িতে ২৯টি উইকেট পুড়েছেন এই তরুণ ক্রিকেটার। দ্বিতীয় অবস্থানে থাকা পারভেজ রসুল নিয়েছেন ২৮ উইকেট। লিজেন্ডস অব রূপগঞ্জের চিরাগ জানির দখলে ২৭ উইকেট।

সেরা পাঁচের বাকি দুই বোলার হলেন আবাহনী লিমিটেডের মোহাম্মদ সাইফউদ্দিন ও তানভীর ইসলাম। ১৪ ম্যাচ খেলা সাইফউদ্দিন নিয়েছেন ২২ উইকেট। আর ১৫ ম্যাচ খেলে তানভীরও পেয়েছেন ২২ উইকেট।

(ঢাকাটাইমস/২৯এপ্রিল/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণমাধ্যমের বিরুদ্ধে ঢালাও অভিযোগে সম্পাদক পরিষদের প্রতিবাদ
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক শামসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৫৯
সেনাপ্রধানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট, সেনাবাহিনীর সতর্কবার্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা