ম্যাথিউসের পর চান্দিমালের সেঞ্চুরি, লিড বাড়ছে শ্রীলঙ্কার

অ্যাঞ্জেলা ম্যাথিউসের পর মিরপুর টেস্টে সেঞ্চুরি হাঁকালেন দিনেশ চান্দিমাল। ১৮১ বলে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি তুলে নেন তিনি। এর মধ্যে ৯টি চার ও ১টি ছক্কা হাঁকিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে এটি তার অষ্টম টেস্ট ম্যাচ। অন্যদিকে, ১৫২ ওভারে ৭৮ রানের লিড নিয়েছে শ্রীলঙ্কা। বাকি সেশনগুলোতে বাংলাদেশি বোলাররা উইকেট নিতে না পারলে শ্রীলঙ্কা বড় লিড নিতে পারে।
মিরপুর টেস্টের তৃতীয় দিন (বুধবার) ৫ উইকেটে ২৮২ রান নিয়ে খেলা শেষ করেছিল শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে তৃতীয় দিনের প্রায় তিন ঘণ্টা নষ্ট হওয়ায় আজ বৃহস্পতিবার ত্রিশ মিনিট আগেই শুরু হয় খেলা। কিন্তু ১ম সেশনে শ্রীলঙ্কার কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশি বোলাররা। এখন চলছে দ্বিতীয় সেশনের খেলা। দ্বিতীয় সেশনেও রানের জোয়ারে ভাসছে শ্রীলঙ্কা।
প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় সেশনে ম্যাথিউস আর চান্দিমালের ১৭২ রানের জুটিতে ৭২ রানে এগিয়ে আছে লঙ্কানরা।
(ঢাকাটাইমস/২৬মে/ওএফ/আরআর)

মন্তব্য করুন