আশুলিয়ায় ইয়াবাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩৪
অ- অ+

ঢাকার সাভারে পৃথক অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।

এর আগে, বুধবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আশুলিয়া থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, আশুলিয়ার দূর্গাপুর এলাকার মৃত রমজান আলীর ছেলে হামিদুর রহমান মুন্সি (৪০) এবং আশুলিয়ার ভাদাইল পাবনারটেক এলাকার মোতালেব সরকারের ছেলে মাইনুদ্দিন সরকার ওরফে আবির (২১)।

ডিবি জানায়, ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহাদাত সঙ্গীয় ফোর্সসহ বুধবার রাতে আশুলিয়া থানাধীন দুর্গাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে ২৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ হামিদুর রহমান মুন্সি নামে এক মাদক কারবারিকে আটক করে।

অন্যদিকে উপপরিদর্শক (এসআই) মো. সহিদুল ইসলাম (পিপিএম) সঙ্গীয় ফোর্সসহ অপর একটি অভিযানে আশুলিয়া থানাধীন ভাদাইল পাবনারটেক এলাকা থেকে ১৫০ ইয়াবা ট্যাবলেটসহ মাইনুদ্দিন সরকার ওরফে আবির নামে এক মাদক কারবারিকে আটক করে।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব ঢাকা টাইমসকে বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

(ঢাকাটাইমস/২ফেব্রুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবারও বাড়ল গুম কমিশনের মেয়াদ
কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!
রমেকে টিটেনাস সংক্রমণের কারণে আইসিইউ সেবা বন্ধ
সামুদ্রিক নিরাপত্তা জোরদারে বাংলাদেশ কোস্টগার্ড ও অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স একসঙ্গে কাজ করবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা