রাজবাড়ীতে সাবেক ভাইস চেয়ারম্যান ও কৃষকলীগ নেতা অস্ত্র মামলায় গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৫

রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও রাজবাড়ী জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মোস্তফা মাহমুদ হেনা মুন্সীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাজবাড়ী আদালতে সোপর্দ করলে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করে।

মোস্তফা মাহমুদ হেনা মুন্সী পাংশা উপজেলার কাচারীপাড়া গ্রামের বাসিন্ধা ও সাবেক ভাইস চেয়ারম্যান নাদের মুন্সীর ছেলে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাসুদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হেনা মুন্সীর বিরুদ্ধে ২০১৪ সালের একটি অস্ত্র মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তার বাড়ি থেকে বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়। তাকে বৃহস্পতিবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হলে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন। অস্ত্র মামলা ছাড়াও হেনা মুন্সীর নামে আরো সাতটি মামলা বিচারাধীন আছে।

পাংশা থানা সূত্রে জানা গেছে, পাংশা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও রাজবাড়ী জেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মোস্তফা মাহমুদ হেনা মুন্সীর নামে ২০১৪ সালে অস্ত্র আইনে মামলা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে বুধবার সন্ধ্যায় উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া নিজ বাড়িতে পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাসুদুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ দল তাকে গ্রেপ্তার করেন। সাবেক ভাইস চেয়ারম্যান ও রাজবাড়ী জেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মোস্তফা মাহমুদ হেনা মুন্সীর বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে। অন্যান্য মামলায় তিনি জামিনে থাকলেও ২০১৪ সালের অস্ত্র মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাজারী থাকায় তাকে গ্রেপ্তার করে।

স্থানীয়রা জানিয়েছেন, এ গ্রেপ্তারি পরোয়ানা উপজেলা ভাইস চেয়ারম্যান থাকাকালীন সময় থেকেই ছিল। কিন্তু এতো দিন পুলিশ তাকে গ্রেপ্তার করেনি। এ নিয়ে আলোচনা-সমালোচনা থাকলেও গ্রেপ্তার হওয়ার পর পাংশা থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় জনগণ।

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :