নান্দাইলে সাবেক ইউপি সদস্য হত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার

ময়মনসিংহ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৯

ময়মনসিংহের নান্দাইলে সাবেক ইউপি সদস্য (মেম্বার) আবু সাঈদকে হত্যায় জড়িত বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। নিহত আবু সাঈদ (৫৫) নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। তিনি ওই ইউনিয়নের বেলতৈল গ্রামের বাসিন্দা ছিলেন।

গ্রেপ্তারকৃতরা হলেন একই এলাকার আবদুস সাত্তার (৭০) ও তার পুত্র আবদুল মমিন (১৯)।

রবিবার ভোরে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার জোয়ারিয়া গ্রাম থেকে তাদের পিতা-পুত্রকে গ্রেপ্তার করে র‌্যাব।

ময়মনসিংহ র‌্যাব-১৪ কার্যালয়ের মিডিয়া অফিসার আনোয়ার হোসেন জানান, গত বুধবার (২২ ফেব্রæয়ারি) সাবেক ইউপি সদস্য আবু সাঈদ বনগ্রাম চৌরাস্তা বাজারে ওষুধ কিনতে যান। সেখানে চা পান করার সময় প্রতিবেশি সাত্তারের সঙ্গে পাওনা টাকার জেরে কথাকাটাকাটি হয়। পরে আবু সাঈদকে কোথাও খোঁজাখুঁজি করে না পেয়ে ওইদিন রাত সাড়ে ৮টায় স্থানীয় একটি পানের বরজে মাটিতে পুঁতে রাখা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই সময় তার দেহে জখমের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় নিহতের ছেলে নান্দাইল থানায় মামলা করলে অভিযান শুরু করে র‌্যাব। পরে রবিবার ভোরে বাবা-ছেলেকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তার বাবা-ছেলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন। র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার হওয়া পিতা-পুত্রকে পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :