জকোভিচের অর্জন অবিশ্বাস্য: ফেদেরার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২২ জুন ২০২৩, ১৯:০৩

নোভাক জকোভিচের রেকর্ড ২৩তম গ্র্যান্ড স্ল্যাম অর্জনকে ‘অবিশ্বাস্য’হিসেবে ব্যাখ্যা দিয়েছেন রজার ফেদেরার। তবে পুরনো প্রতিদ্বন্দ্বীকে সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে আখ্যা দেবার বিষয়টি সুকৌশলে এড়িয়ে গেছেন সুইস এই সেনসেশন।

গত বছর সব ধরনের টেনিস থেকে অবসরের পরে ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরার বলেছেন, ‘আমি মনে করি নোভাক যা করেছেন তা অবিশ্বাস্য।’

এ মাসের শুরুতে ক্যারিয়ারের তৃতীয় ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জয়ের মাধ্যমে রাফায়েল নাদালের ২২ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়কে ছাড়িয়ে গেছেন জকোভিচ। ৪১ বছর বয়সী ফেদেরার স্বীকার করেছেন সর্বকালের সেরা খেলোয়াড় কে সেটা বলা একটু কঠিন। এ সম্পর্কে সুইস এই তারকা বলেন, ‘পুরো বিষয়টি সম্পর্কে কোন উত্তর দেয়া সত্যিই কঠিন। আমি আমার এক বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম কোনটা কঠিন, ১৭ বছর বয়সে বরিস বেকারের মত উইম্বলডন জেতা, নাকি ৩৬ বছর বয়সী নোভাকের মত ফ্রেঞ্চ ওপেন জয় করা। আমি সত্যি জানি না এর উত্তর কি। তবে এটা সত্যিই যে এই মুহূর্তটা টেনিস সমর্থকদের জন্য এবং অবশ্যই খেলোয়াড়দের জন্য একটি দুর্দান্ত সময়।’

হল-এ ক্যারিয়ারের রেকর্ড ১০টি সিঙ্গেলস শিরোপা জয় করেছেন ফেদেরার। ঘাসের কোর্টের এই টুর্ণামেন্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফেদেরার বলেছেন, এখানে আসতে পারাটা সবসময়ই আনন্দের। বেশ কিছু শিরোপার মাধ্যমে এই টুর্নামেন্টটিকে আমি নিজের করে নিয়েছিলাম। বাড়ির বাইরের একটি বাড়ির অনুভূতি এখানে আসার পর হয়।

প্রায় ঘন্টাখানেক সেন্টার কোর্টে থেকে ভক্তদের অটোগ্রাফ দেবার পাশাপাশি সেলফি তোলায় ব্যস্ত ছিলেন ফেদেরার। এখানে আবারো খেলতে পারার সুযোগটা বেশ মিস করছেন ফেদেরার।

(ঢাকাটাইমস/২২জুন/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :