রাজধানীতে যুবলীগ নেতা হত্যায় গ্রেপ্তার ৮, চাপাতি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১১:০৬ | প্রকাশিত : ২৩ জুলাই ২০২৩, ১০:৩০

রাজধানীর শাহজাহানপুরের গুলবাগে যুবলীগ নেতা অলিউল্লাহ রুবেলকে কুপিয়ে হত্যার ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় নৃশংস হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়েছে।

রবিবার সকালে ডিবিপ্রধান হারুন অর রশীদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, যুবলীগ নেতা অলিউল্লাহ রুবেলকে কুপিয়ে হত্যার ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। দুপুরে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

গত বৃহস্পতিবার রাজধানীর শাহজাহানপুরের মালিবাগ বাজার রোডের ১৫৬ নম্বর বাড়ির সামনে অলিকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় দুর্বৃত্তরা। বাসা থেকে মাত্র কয়েক ফুট দূরে জখমের পর ছটফট করছিলেন এই যুবলীগ নেতা। সিসিটিভি ফুটেজে এমন দৃশ্য ধরা পড়ে। গুরুতর আহত অলিউল্লাহকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ধারণা করা হচ্ছে, রাজনৈতিক বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। অলিউল্লাহ ঢাকা মহানগর দক্ষিণের ১২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন। ২০১৩-১৪ সালে তিনি শাহজাহানপুর থানা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ছিলেন। রাজনীতির পাশাপাশি ইন্টারনেট ও ডিস লাইনের ব্যবসায় যুক্ত ছিলেন তিনি।

এদিকে গতরাতে র‌্যাব দাবি করেছে, যুবলীগ নেতা খুনে জড়িত দুইজনকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সরাসরি কিলিংয়ে জড়িত ছিল।

(ঢাকাটাইমস/২৩জুলাই/এসএস/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

সাবেক সেনাপ্রধানের ওপর দেওয়া স্যাংশনে সরকার বিমূঢ় হয়ে গেছে: রিজভী

জোটের রাজনৈতিক ভবিষ্যৎ স্পষ্ট হবে ১৪ দলের সভায়

বিএনপি যেন জনগণের পক্ষে না দাঁড়াতে পারে সেজন্য চলছে গ্রেপ্তার: মজনু

আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সেনাবাহিনীর মর্যাদা ক্ষুণ্ণ করেছে: গণতন্ত্র মঞ্চ

অ্যাম্বুলেন্স চালিয়ে আহতদের হাসপাতালে নিয়ে আলোচিত হন এমপি আজীম

‘গাজার গণহত্যাকে যারা স্বীকার করে না তাদের নিষেধাজ্ঞা নিয়ে মাথা ব্যথা নেই’

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

বিদ্যুৎ খেকো সরকারকে করুণ পরিণতি ভোগ করতে হবে: এবি পার্টি 

ইসলামী আন্দোলনে অতিথি হয়ে থাকার কোনো কৃতিত্ব নেই: শফিকুল ইসলাম 

জিয়াউর রহমান বাকশালের সদস্য হয়েছিলেন: নানক

এই বিভাগের সব খবর

শিরোনাম :