এলপিএল খেলতে শ্রীলঙ্কায় গেলেন হৃদয়-শরিফুল

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৯ জুলাই ২০২৩, ২০:২৩

প্রথমবারের মতো লঙ্কান প্রিমিয়ার লিগে(এলপিএল) খেলার জন্য আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশ দলের দুই উদীয়মান তারকা ক্রিকেটার তাওহীদ হৃদয় ও শরিফুল ইসলাম। বিসিবি থেকে ছাড়পত্রও পেয়েছেন তারা। এবার এলপিএলে যোগ দিতে শ্রীলঙ্কায় গেলে এই দুই ক্রিকেটার।

দেশ ছাড়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দোয়া চেয়েছেন শরিফুল। সাংবাদিকদের সামনে তিনি বলেন, 'সবার জন্যই, প্রথমবার যে কোনো লিগই রোমাঞ্চকর হয়। তো আমিও ওরকম আর কি, একটু হলেও রোমাঞ্চিত আছি। হ্যাঁ অবশ্যই সাহায্য করবে (এশিয়া কাপে)। কারণ উইকেট আর কন্ডিশনের সাথে মানিয়ে নিলে হয়তোবা ভালো একটা ধারণা করা যাবে।'

শরিফুল খেলবেন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে আর হৃদয়ের গায়ে উঠবে জাফনা কিংসের জার্সি। এই দুই ক্রিকেটার ছাড়াও এলপিএলে ডাক পেয়েছেন সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, ও তাসকিন আহমেদ।

উল্লেখ্য, আগামী ৩০ জুলাই শুরু হবে লঙ্কান প্রিমিয়ার লিগের এবারের আসর। আর ২০ আগস্ট শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচের মাধ্যমে নামবে এলপিএলের পর্দা।

(২৯জুলাই/ঢাকাটাইমস/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :