‘দুঃসাহসী খোকা’ আসছে ৮ সেপ্টেম্বর

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৩, ১২:৫৬

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিশোর বেলার কাহিনি নিয়ে সিনেমা নির্মাণ করেছেন নির্মাতা মুশফিকুর রহমান গুলজার। সরকারি অনুদানে নির্মিত সে সিনেমার নাম, ‘দুঃসাহসী খোকা’। আগামী ৮ সেপ্টেম্বর সেটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

মুক্তি উপলক্ষ্যে সোমবার এফডিসিতে আনুষ্ঠানিকভাবে সিনেমার পোস্টার ও ট্রেলার প্রকাশ করা হয়। অনুষ্ঠানে নির্মাতা গুলজার বলেন, ‘সবাই মিলে যত্ন নিয়ে সিনেমাটি তৈরি করেছি। সেন্সর বোর্ডের সদস্যরা প্রশংসা করেছেন। আশা করছি, দর্শকেরও ভালো লাগবে।’

সিনেমায় শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সৌম্য জ্যোতি। তিনি বলেন, ‘অল্প দিনের ক্যারিয়ারে এমন মহান ব্যক্তির চরিত্র করতে পেরেছি এটা আমার সৌভাগ্য। চরিত্রটি ঠিকভাবে করার চেষ্টা করেছি। বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন বই পড়ে তার সম্পর্কে জেনেছি। সবাই কেমন ফিডব্যাক দেয় সেটা দেখার অপেক্ষায় আছি।’

সিনেমার আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা । তিনি বলেন, ‘ফুলের মালা গাঁথতে হলে অনেকগুলো ফুল দরকার হয়। বঙ্গবন্ধুকে নিয়ে আমাদের দেশে অনেক ছবি হয়েছে। ফুলের মালায় এই ছবিটি আরেকটা ফুল হয়ে থাকবে।’

এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শেখ মুজিব চরিত্রে অভিনয় করা সৌম্য জ্যোতির বাবা-মা বৃন্দাবন দাস ও শাহনাজ খুশি। ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী, আমান রেজা ও প্রবীণ নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুসহ অনেকে।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/এলএম/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :