নড়াইলে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ১৪:০২ | প্রকাশিত : ২৯ আগস্ট ২০২৩, ০৯:৩০

নড়াইল সদর উপজেলার দক্ষিণ বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী খানমের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে দ্রুত অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

সোমবার বিদ্যালয় পরিচালনা কমিটি, এলাকাবাসী ও অভিভাবকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বিদ্যালয়ের লেখাপড়ার পরিবেশ ফিরিয়ে আনতে প্রধান শিক্ষককে বদলীর দাবি জানিয়ে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি খালিদ হাসান, অভিভাবক সদস্য তৌহিদ মিনা, নূর নাহার প্রমুখ।

বক্তারা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী খানমের কারণে বিদ্যালয়ের শিক্ষার মান ও পরিবেশ ধংসের দ্বারপ্রান্তে। সরকারি প্রাথমিক বিদ্যালয় হওয়া সত্ত্বেও তিনি ছাত্রছাত্রী ভর্তি এবং ছাড়পত্রে ১০০ থেকে ৫০০ করে টাকা নেন। বিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার সময় গাইড বই দেখে ছাত্রছাত্রীদের লিখতে দেয়া হয়। কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে টয়লেট পরিস্কারসহ ভবনের ভিতর এবং আঙিনা পরিস্কার-পরিচ্ছন্ন করানো হয়। এছাড়া প্রতিবছর সব শ্রেণির পুরানো বই বিক্রি করে দেন। এছাড়াও অভিভাবক ও শিক্ষকদের সাথে চরম দুর্ব্যবহারসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন বক্তারা।

এসব অভিযোগের ব্যাপারে সাংবাদিকরা প্রধান শিক্ষক শেফালী বেগমের কক্ষে গেলে তিনি কোনো কথা বলেননি।

এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২৯ আগস্ট/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

দিনাজপুরে পৃথক ঘটনায় এক নারীসহ তিনজনের মৃত্যু 

ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

কুমিল্লার দুই উপজেলায় চেয়ারম্যান পদে নতুন মুখ

বালিয়াকান্দিতে এহসানুল চেয়ারম্যান নির্বাচিত, ভাইস চেয়ারম্যান মনির

নগরকান্দায় বাবুল, সালথায় ওয়াদুদ মাতুব্বর চেয়ারম্যান নির্বাচিত

জয়পুরহাটে মিঠু, পাঁচবিবিতে সাবেকুন নাহার চেয়ারম্যান নির্বাচিত

যশোরের চৌগাছায় এস এম হাবিব তৃতীয়বার নির্বাচিত

দিনাজপুরে বাবু, আফসার, বিপু ও ফারুক উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই, প্রকাশ্যে সিলে কসবা-আখাউড়ায় নির্বাচন

সখীপুরে অনাস্থা দেওয়া ৯ মেম্বারের বিরুদ্ধে চেয়ারম্যানের চাঁদাবাজি মামলা

এই বিভাগের সব খবর

শিরোনাম :