আ.লীগের সঙ্গে বৈঠকে প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১৪:৩৮ | প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২৩, ১৪:৩৪

আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল।

সোমবার দুপুর সাড়ে ১২টায় এ বৈঠক শুরু হয়। রাজধানীর বনানীর শেরাটন হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বৈঠকে আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

দলের বাকি সদস্যরা হলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সেলিম মাহমুদ ও কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত।

বৈঠকে এনডিআই ও আইআরআই প্রতিনিধিদলে রয়েছেন যুক্তরাষ্ট্র্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী কার্ল এফ. ইন্ডারফুর্থ, ইউএসএআইডির সাবেক ডেপুটি প্রশাসক বনি গ্লিক, মালয়েশিয়ার প্রতিনিধি পরিষদের সাবেক সদস্য মারিয়া চিন আবদুল্লাহ, দেশটির প্রেসিডেন্টের সাবেক সহযোগী কাউন্সেল জামিল জাফর, এনডিআইয়ের এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক পরিচালক মনপ্রীত সিং আনন্দ এবং আইআরআইয়ের এশিয়া-প্যাসিফিক ডিভিশনের সিনিয়র ডিরেক্টর জোহানা কাও।

এর আগে বিএনপির সঙ্গে বৈঠক হয় এই প্রতিরিধি দলে।

বিকালে জাতীয় পার্টির সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে।

গত শনিবার ঢাকায় পৌঁছায় প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল।

ঢাকাটাইমস/৯অক্টোবর/জেএ/এফএ

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :