আরব সাগরে ৩ যুদ্ধজাহাজ ও টহল বিমান মোতায়েন ভারতের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৯:২৩

ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্য জাহাজে হামলার পর এবার নিরাপত্তা জোরদারে আরব সাগরে তিনটি যুদ্ধজাহাজ ও একটি টহল বিমান মোতায়েন করেছে ভারতীয় নৌবাহিনীসোমবার আরব সাগরের বিভিন্ন জায়গায় এসব মোতায়েন করা হয়খবর আলজাজিরা

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আরব সাগরে সাম্প্রতিক হামলার ঘটনা বিবেচনায় নিয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে তিনটি যুদ্ধজাহাজ এবং নজরদারির জন্য দূরপাল্লার একটি টহল বিমান মোতায়েন করা হয়েছে

গত শনিবার ভোরে আরব সাগরে রাসায়নিকবাহী একটি ট্যাংকার জাহাজে হামলা হয়যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান থেকে ছোড়া একটি ড্রোন এই ট্যাংকারে হামলা করেছেতবে ইরান এই হামলার অভিযোগ অস্বীকার করেছে

মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগনের এক মুখপাত্র রয়টার্সকে বলেছেন, হামলার শিকার ট্যাংকারটির নাম চেম প্লুটোমোটরচালিত যানটি লাইবেরিয়ার পতাকাবাহীএটি জাপানের মালিকানাধীন হলেও নেদারল্যান্ডসভিত্তিক একটি কোম্পানি পরিচালনা করে থাকেশনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে ইরান থেকে ছোড়া একটি একমুখী ড্রোন এতে হামলা করেছেতবে এই হামলার ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনিট্যাংকারে লাগা আগুনও নেভানো হয়

ইসরায়েল ও হামাসের যুদ্ধের জেরে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর হামলায় লোহিত সাগরে উত্তেজনা বিরাজ করছেহুথিদের হামলার ভয়ে অনেক জাহাজ কোম্পানি হয় লোহিত সাগর এড়িয়ে ভিন্ন পথে গন্তব্যে যাচ্ছে নতুবা চুক্তিই বাতিল করে দিচ্ছেএর প্রেক্ষিতে আরব সাগরে এই হামলার ঘটনা ঘটেযা জাহাজ চলাচলে নিরাপত্তার ঝুঁকি আরও বাড়িয়েছে

এদিকে হামলার শিকার চেম প্লুটো ট্যাংকার জাহাজটি সোমবার ভারতের মুম্বাই বন্দরে নিরাপদে নোঙ্গর করেছেনোঙ্গরের পর জাহাজটি পর্যবেক্ষণ করেছে ভারতীয় নৌবাহিনীবর্তমানে হামলার ধরন সম্পর্কে জানতে তদন্ত অব্যাহত রয়েছে

প্রাথমিক তদন্তের পর ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, জাহাজটিতে ড্রোন হামলা হয়েছেতবে হামলায় ব্যবহৃত বিস্ফোরকের ধরন ও পরিমাণসহ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য ফরেনসিক ও কারিগরি বিশ্লেষণের প্রয়োজন হবে

(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :