সৈয়দপুরে এভারকেয়ার হাসপাতালকে জরিমানা, কার্যক্রম স্থগিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৪, ১৯:৪৯| আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ২০:০৩
অ- অ+

নীলফামারীর সৈয়দপুরে অবৈধভাবে পরিচালনার দায়ে এভারকেয়ার হাসপাতালের কার্যক্রম স্থগিত ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।

আদালত সূত্র জানায়, এভারকেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নামে পরিচালিত প্রতিষ্ঠানটির কোনো নিবন্ধন (রেজিস্ট্রেশন) ছিল না। অবৈধভাবে গত দুই মাস ধরে এর সেবা কার্যক্রম চলছিল। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় এভার কেয়ার হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে নাম ব্যবহার ও নিবন্ধন না থাকায় হাসপাতালটি কার্যক্রম স্থগিত করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নীলফামারীর সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি চিকিৎসক চন্দন রায় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আলেমুল বাশার, প্রতিনিধি বিদ্যুৎ কুমার রায় ও স্যানিটারি ইন্সপেক্টর আলতাফ হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও থানা পুলিশ অভিযানে অংশ নেয় ।

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকবিরোধী অভিযানের নামে লুটপাট, সাবেক ডিবিপ্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত
গোলাম দস্তগীর পরিবারের ৩০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা