সৈয়দপুরে এভারকেয়ার হাসপাতালকে জরিমানা, কার্যক্রম স্থগিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৪, ১৯:৪৯| আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ২০:০৩
অ- অ+

নীলফামারীর সৈয়দপুরে অবৈধভাবে পরিচালনার দায়ে এভারকেয়ার হাসপাতালের কার্যক্রম স্থগিত ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।

আদালত সূত্র জানায়, এভারকেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নামে পরিচালিত প্রতিষ্ঠানটির কোনো নিবন্ধন (রেজিস্ট্রেশন) ছিল না। অবৈধভাবে গত দুই মাস ধরে এর সেবা কার্যক্রম চলছিল। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় এভার কেয়ার হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে নাম ব্যবহার ও নিবন্ধন না থাকায় হাসপাতালটি কার্যক্রম স্থগিত করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নীলফামারীর সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি চিকিৎসক চন্দন রায় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আলেমুল বাশার, প্রতিনিধি বিদ্যুৎ কুমার রায় ও স্যানিটারি ইন্সপেক্টর আলতাফ হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও থানা পুলিশ অভিযানে অংশ নেয় ।

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজবাড়ীতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪
আজ সরকারি অফিস-ব্যাংক-পুঁজিবাজার খোলা
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড
হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন ৪৮ হাজার ৬৬১ বাংলাদেশি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা