তুমব্রু সীমান্ত এলাকার ৫ প্রাথমিক বিদ্যালয় বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৩ | প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫৩
বন্ধ হওয়া একটি বিদ্যালয়

মিয়ানমারে উত্তেজনার জেরে এবার বান্দারবান সীমান্তের ৫টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া একটি মাদরাসায় শিক্ষার্থী অনুপস্থিত থাকায় সেখানেও পাঠদান বন্ধ রয়েছে।

ক’দিন ধরেই সীমান্ত এলাকা উত্তপ্ত। মিয়ানমারের সঙ্গে বিদ্রোহীদের ব্যাপক সংঘর্ষ হচ্ছে। রাতভর অতিমাত্রায় গোলাগুলির কারণে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে এপারেও। রবিবার সকালেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ক্ষুদে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও তুমব্রু সীমান্তঘেষা পাঁচটি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া শিক্ষার্থী অনুপস্থিত থাকায় পাঠদান বন্ধ রয়েছে ঘুমধুম মিশকাতুল নবী দাখিল মাদরাসায়।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রি রতন চাকমা রবিবার ঢাকা টাইমসকে বলেন, ‘গতরাত থেকে অতিমাত্রায় গোলাগুলি হচ্ছিলো। আজ সকালেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। লোকজন ঘর থেকে বের হয়নি। এখানে নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাজাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুমব্রু পশ্চিমকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।’

বান্দরবান জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী ঢাকা টাইমসকে জানান, ‘এখানে সীমান্তঘেষা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রাথমিক বিদ্যালয় বেশি। সেগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে সেখানে দক্ষিণ ঘুমধুম মিশকাতুল নবী দাখিল মাদরাসা নামে একটি প্রতিষ্ঠানও রয়েছে। আমরা খোঁজ নিয়ে দেখেছি সেখানে শিক্ষকরা উপস্থিত থাকলেও শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে। ফলে সেখানে পাঠদান বন্ধ রয়েছে।’

এদিকে প্রাথমিক বিদ্যালয়গুলো কবে নাগাদ খুলতে পারে সে বিষয়ে ত্রি রতন চাকমা বলেন, ‘পরিস্থিতি যদি স্বাভাবিক হয় তবে স্কুলগুলো খুলে দেয়া হতে পারে। এমন ভীতিকর অবস্থা যদি চলমান থাকে তবে সন্ধ্যা নাগাদ পরিস্থিতি দেখে উপজেলা প্রশাসন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। পরে আগামীকাল কী হতে পারে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

এ বিষয়ে বান্দরনের নাইখংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া ঢাকা টাইমসকে বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এখানে সীমান্তে লাগোয়া ৫টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া এখানে একটি মাদরাসায় কোনো শিক্ষার্থী উপস্থিত না থাকায় সেখানেও পাঠদান বন্ধ রয়েছে। সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

(ঢাকাটাইমস/০৪জানুয়ারি/টিএ/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :