সাতক্ষীরায় সুন্দরবন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫৩ | প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৫

সুন্দরবন দিবসে সুন্দরবনকে নিরাপদ রাখতে প্লাস্টিক ও পলিথিন বর্জনের দাবিতে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে এ উপলক্ষে শহরের মিনি মার্কেট থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে ম্যানগ্রোভ সভাঘরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুন্দরবন অ্যাকাডেমির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুন্দরবন দিবস পালন আয়োজক কমিটির আহ্বায়ক কল্যাণ ব্যানার্জি।

সদস্য সচিব মাধব চন্দ্র দত্তের পরিচালনায় বক্তব্য দেন- প্রফেসর আব্দুল হামিদ, প্রফেসর আব্দুল অহেদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি, অ্যাডভোকেট আজাদ হোসেন বেলালসহ অন্যরা।

আলোচনাসভায় বক্তারা বলেন, সুন্দরবনের অস্তিত্বে দক্ষিণে মানুষের ভালোবাসা মমতা লেপ্টে রয়েছে। দক্ষিণের মানুষ বিশ্বাস করে সুন্দরবন তাদের মায়ের মত আগলে রেখেছে। সেই সুন্দরবনকে নিরাপদ রাখতে হবে। এ জন্য সুন্দরবনে প্লাস্টিক এবং পলিথিনের ব্যবসার নিষিদ্ধ করতে হবে। সুন্দরবনের একটি বড় অংশ বাংলাদেশে হওয়ার পরও ভারত মধুতে জিআই সনদ পাওয়া ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

(ঢাকা টাইমস/১৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :