চুয়াডাঙ্গায় মাদক কারবারির ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২২

চুয়াডাঙ্গার জীবননগরে আসামি ধরতে গিয়ে মাদক কারবারির ছুরিকাঘাতে আসাদুল ইসলাম নানের এক পুলিশ সদস্য আহত হয়েছেন। রবিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে জীবননগর উপজেলার মনোহরপুর-সন্তোষপুর সড়কে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্য আসাদুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত আছেন। এ ঘটনায় ঝিনাইদহ সদর উপজেলার পবহাটি গ্রামের শ্রী দিলীপ বিশ্বাসের ছেলে মাদক কারবারি রাজন বিশ্বাস (২৮) কে ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ফোর্স নিয়ে জীবননগর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় মনোহরপুর-সন্তোষপুর সড়কে মাদক কারবারি রাজন বিশ্বাসকে দাঁড় করালে তার কাছে থাকা ছুরি দিয়ে পুলিশের কনস্টেবল আসাদুল ইসলামের পেটে আঘাত করে। এসময় ধস্তাধস্তিতে মাদক কারবারি রাজন আহত হন। পরে ফেনসিডিলসহ আটক করা হয় ওই মাদক কারবারিকে। আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. এস এম আতাউর রহমান বলেন, এক পুলিশ সদস্য আহত অবস্থায় হাসপাতালে আসে। তার পেটে নাভির নিচে ধারালো ছুরির আঘাতের জখম ছিল। ক্ষতস্থানে দুটি সেলাই দেয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক বিরোধী অভিযানে গিয়ে একজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জেনেছি। মাদকসহ রাজন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :