টানা দুই হ্যাটট্রিকের পর গোল পেলেন না মেসি, তবুও জিতল মায়ামি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২৪, ১১:১২| আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ১২:৫৬
অ- অ+

চোট থেকে সেরে উঠার পর মাঠে নেমেই নিজের জাদু দেখাচ্ছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে সর্বশেষ দুই ম্যাচেই হ্যাটট্রিক করেছিলেন লিওনেল মেসি। তবে মেজর লিগ সকারের (এমএলএস) প্রথম প্লে-অফে গোলের দেখা পাননি তিনি। তবে নিজে গোল না পেলেও সতীর্থ জর্দি আলবাকে দিয়ে গোল করিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

দলের হয়ে আরেকটি গোল করেছেন মেসির লম্বা সময়ের সতীর্থ লুইস সুয়ারেজ। এই দুই গোলে আটলান্টা ইউনাইটেডকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে মায়ামি।

শনিবার (২৬ অক্টোবর) ভোরে মেজর লিগ সকারের ম্যাচে আটলান্টা ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। আটলান্টার হয়ে একমাত্র গোলটি করেছেন সাবা লোবঝানিদজে।

এই জয়ে ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে মায়ামি। ৩৪ ম্যাচে দলটির পয়েন্ট ৭৪। ২২ জয় এবং ৮ ড্রয়ের পাশাপাশি ৪টিতে হেরেছে মেসি-সুয়ারেজের দল। নিকটতম প্রতিদ্বন্দ্বী কলাম্বাস ক্রুয়ের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে মেসির দল।

ঘরের মাঠে শুরু থেকেই দাপট দেখিয়েছে মায়ামি। ম্যাচ শুরু হওয়ার ২ মিনিটের মধ্যেই প্রথম গোল করেছে স্বাগতিকরা। ডি-বক্সের বাইরে প্রতিপক্ষের দুজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে বক্সের মধ্যে থাকা গোমেজের দিকে বল বাড়ান জর্দি আলবা। বল পায়ে পেয়ে সঙ্গে সঙ্গে সুয়ারেজের দিকে বাড়ান গোমেজ। জোরালো শটে জালে বল জড়ান উরুগুয়ের এই স্ট্রাইকার।

৭ এবং ২৬ মিনিটে ব্যবধান বাড়ানোর দারুণ দুটি প্রচেষ্টা চালান মেসি। তবে দুটিই ফিরিয়ে দিয়েছেন আটলান্টার গোলরক্ষক ব্রাড গুজান। ৩৯ মিনিটে খেলার ধারার বিপরীতে সমতা ফেরায় আটলান্টা।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে পড়ে মায়ামি। ২ মিনিটে ফ্রি-কিক থেকে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন মেসি। ৫৬ মিনিটে মেসির তৈরি করে দেওয়া দারুণ এক আক্রমণ থেকে গোল করতে ব্যর্থ হন ডিয়েগো গোমেজ। তবে ৬০ মিনিটে মায়ামিকে লিড এনে দেন আলবা।

ডি-বক্সের বাঁ প্রান্ত থেকে আলবার উদ্দেশ্যে বল বাড়ান মেসি। সুবিধাজনক স্থানে বল পেয়ে জোরালো শটে জালে জড়ান আলবা। এই গোলের পর আটলান্টা ম্যাচে ফেরার অনেক চেষ্টা করলেও হার নিয়েই মাঠ ছাড়তে হয় দলটিকে।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা