টঙ্গীতে বিটিসিএল গুদামের ছাদ ধসে যুবকের মৃত্যু

টঙ্গী-পূবাইল গাজীপুর (প্রতিনিধি)
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২৪, ১০:১১
অ- অ+

গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) গুদামের ছাদ ধসে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মরকুন টিএন্ডটি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আমিন (২২)। তিনি টঙ্গীর টিএন্ডটি এলাকায় বাস করতেন।

এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। ভবনের ছাদ ধসের পর স্থানীয় বাসিন্দারা ওই দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আপদকালীন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ধসে পড়া স্তূপের নিচ থেকে মরদেহটি উদ্ধার করেন।

রবিবার সকালে থানা পুলিশের উপপরিদর্শক(এসআই) আবুল হোসেন মরদেহটির ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, টঙ্গীর টিএন্ডটি কলোনির পাশেই বিটিসিএলের একটি গুদাম রয়েছে। গত কয়েক মাস ধরে ওই গুদামে থাকা মালামাল লুট হচ্ছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টা দিকে বিটিসিএলয়ের গুদামের পাশে কয়েকজনকে দেখা যায়। কিছুক্ষণ পর গুদামের একতলা ভবনের ছাদ ধসে পড়ার শব্দ পেয়ে আশপাশের লোকজন এগিয়ে আসে।

এ সময় ধসে যাওয়া ভবনের স্তুপের নিচে চাপা পড়া আমিন নামে ওই যুবকের চিৎকার শুনতে পান তারা। পরে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর পাঠানো হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন। আহত দুজনকে পাঠানো হয় হাসপাতালে।

বিটিসিএলের ওই গুদামের দায়িত্বে থাকা আবুল কালাম বলেন, ধসে যাওয়া একতলা ভবনটি পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ। গত কয়েকদিন ধরে কয়েক দফায় গুদামে লুটের ঘটনা ঘটে।

তিনি জানান, শনিবার দিবাগত রাতে কয়েকজন ব্যক্তিকে ওই গুদামে আশপাশে দেখা যায়। তারা গুদামটির কংক্রিটের ছাদ ভেঙে রড ও গুদামের মালামাল লুট করতে এসেছিল। ছাদ ধসে পড়লে চাপা পড়ে একজনের মৃত্যু হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু মোহাম্মদ সাজিদুল কবির জোয়ারদার বলেন, ‘ভবনের ছাদ ধসে পড়ার খবর পেয়ে দুইটি ইউনিটের উদ্ধারকারী দল উদ্ধার কাজ শুরু করে। উদ্ধার শেষে এক ব্যক্তির নিথর দেহ পাওয়া যায়।’

টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কায়সার আহমদ বলেন, ‘ভবনের ছাদ ধসে পড়ার খবর পেয়ে পুলিশ পাঠিয়েছিলাম। মরদেহটি থানায় আনার পর ময়নাতদন্তের জন্য মর্গে পাটানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিনাজপুরের শালবনে মহাবিপন্ন ‘খুদি খেঁজুর‘ গাছের সন্ধান
সীমান্তে সেনা উপস্থিতি কমাতে একমত ভারত-পাকিস্তান
মির্জাপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
রাজবাড়ীর কালুখালী বাজারে আগুন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা