মঠবাড়িয়ার বিষমুক্ত শুঁটকি যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে

রেজাউল ইসলাম, মঠবাড়িয়া (পিরোজপুর)
  প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০২৫, ২০:১৯
অ- অ+

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বলেশ্বর নদীর পাড় ঘেঁষে বড় মাছুয়া ও তুষখালী ইউনিয়নের কাটাখাল এলাকায় গড়ে উঠেছে বিষমুক্ত শুঁটকিপল্লী। চলতি মৌসুমে জেলে পরিবারের ব্যস্ততা বাড়ে ডেলা, ফ্যাপসা, ছুরি, লইট্যা, চাপিলা, পোয়াসহ ৩৫-৪০ প্রজাতির মাছ শুঁটকিকরণের কাজে। এখানে পাঁচটি শুঁটকির সেড গড়ে উঠেছে। সরকারি নিবন্ধিত তথ্যে উপজেলায় নদী ও সাগরে মাছ শিকার করে জীবন-জীবিকা বহন করে প্রায় ৯ হাজার জেলে। পরিষ্কার ও কাটাকাটি শেষে সারিবদ্ধভাবে বাঁশের মাচায় সূর্যের আলোতে শুকাতে দেয়া হয়।

ব্যবসায়ীদের দাবি প্রাকৃতিক উপায়ে চলে শুঁটকি তৈরির কাজ। এখানে শুঁটকিতে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না। ঢাকা-চট্টগ্রাম-রাজশাহী সহ দেশের বিভিন্ন প্রান্তে যায় এসব শুঁটকি। বছরে প্রায় কোটি টাকার শুঁটকি বেচাকেনা হয় কাটাখাল এলাকায়।

স্থানীয় খেজুরবাড়িয়া গ্রামের শ্রমিক লাইলী বেগম বলেন, ‘এই পল্লীতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। প্রতি ঘণ্টা ৫০ টাকা করে। সারাদিন কাজ করলে ৫ থেকে ৬শ টাকা মজুরি পাই। কোনদিন কাজ থাকে-কোনদিন কাজ থাকে না। তা দিয়ে আমাদের সংসার চলছে। আমাদের এখানে ১৫-২০ জন শ্রমিক কাজ করে।’

শুঁটকি ব্যবসায়ী মিলন হাওলাদার বলেন, ‘এ খাতে রয়েছে নানা সমস্যা। সরকারি কোনো সহযোগিতা পাওয়া যায় না। অন্যের কাছ থেকে জমি ভাড়া করে আমাদের এই ব্যবসা পরিচালনা করতে হচ্ছে। আমরা সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি শুঁটকিপল্লীর জন্য একটি নির্দিষ্ট স্থান চাই।’

ব্যবসার প্রসার বাড়াতে নানামুখী উদ্যোগের কথা জানিয়েছেন মঠবাড়িয়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক।

তিনি জানান, শীত মৌসুমে ৭-৮ মেট্রিক টন শুঁটকি উৎপাদন হয়ে থাকে, যার মূল্য প্রায় কোটি টাকার মত। এই পল্লীতে কাজ করে সংসার চালাচ্ছেন প্রায় অর্ধশত শ্রমিক। সরকারি সকল সুযোগ-সুবিধা দেওয়ার ব্যাপারে আমারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করবো।

(ঢাকা টাইমস/০৩জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আসিয়ানের যুদ্ধবিরতির উদ্যোগে থাইল্যান্ডের অনীহা, হতাহত বাড়ছে সীমান্তে
দগ্ধদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক: বার্ন ইনস্টিটিউট
মেঘনার পানি বিপৎসীমার ওপরে, উপকূলীয় অঞ্চল প্লাবিত
মির্জাপুরে টনসিলের অস্ত্রোপচারের পর শিশুর মৃত্যু  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা