আ.লীগ পাগলা কুকুরের মতো আক্রমণের চেষ্টা করছে, সজাগ থাকতে হবে: হুম্মাম কাদের 

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৯| আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৫
অ- অ+

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা ও কর্মী সমাবেশে হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, ‘আওয়ীমী লীগ এখন পাগলা কুকুরের মতো আক্রমণ করার চেষ্টা করছে। আপনাদের সজাগ থাকতে হবে।’

সোমবার জিয়া মঞ্চ রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে রাঙ্গুনিয়া উপজেলা অডিটোরিয়ামে বিকাল চারটায় এই সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতিকে অতীত, গুম ও খুনের জন্য জনগণ আজ বিদায় জানিয়েছেন। ৭ বছর বন্দি ছিলাম, বাবাকে হারিয়েছি। আজ বাবার জায়গা আমার মতো ১০ হুম্মামের পক্ষে পূরণ করা সম্ভব নয়। আপনাদের ভালোবাসা আমার পরিবার কোনোদিন ভুলতে পারবে না। আমার দাদা ফজলুল কাদের চৌধুরী কুমিল্লা থেকে এনে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন। আমার বাবার হত্যার বিচার বাংলাদেশের মাটিতেই হবে। সব মিথ্যা মামলার বিচার হবে।’

হুম্মাম বলেন, ‘বিগত ২০২৩ সালের ২৩ অক্টোবরের পর আপনারা বনে জঙ্গলে ঘুমিয়েছেন। ইতিহাসের জঘন্যতম টর্চার সেলের কারিগর আয়নাঘরের স্রষ্টা শেখ হাসিনাকে জনগণ আজ প্রত্যাখ্যান করেছে। জনরোষানলে পড়ে শেখ হাসিনা আজ দেশ থেকে পালিয়েছে। এখন ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা ছাড়িয়ে কোনো লাভ হবে না। জনগণ সেই সস্তা বুলি এখন আর খায় না।‘

তিনি হাছান মাহমুদের সমালোচনা করে বলেন, ‘অসংখ্যা মামলা দিয়ে দীর্ঘ ১৬টি বছর রাঙ্গুনিয়ার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জেল খাঁটিয়েছেন, হত্যা করিয়েছেন, আজ সময় এসেছে আগামী চর্তুদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষ প্রতীকে ব্যালেটের মাধ্যমে সেই মামলা ও হত্যার প্রতিশোধ নেবার। কোন রাস্তা দিয়ে হাটেন আমরা দেখে নেব।’

তিনি বলেন, ‘সকলকে ঐক্য থাকতে হবে, একজন আরেক জনের পাশে থাকতে হবে।’ আগামী ১০ রমজান সকলকে ইফতার মাহফিলের দাওয়াত দিয়ে দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় সকলের দোয়া চাওয়া হয়।

জিয়া মঞ্চ রাঙ্গুনিয়া উপজেলা শাখার আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি আবু তালেব, উদ্বোধক ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ওয়াকিল আহম্মদ, সঞ্চালনায় ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক আবদুস সালাম সবুজ।

এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতা মুহাম্মদ শওকত আলী নুর, অধ্যাপক মোহাম্মদ মহসিন, এড. কামাল হোসেন চৌধুরী, যুবদল নেতা ইউসুফ চৌধুরী, বিএনপি নেতা ইলিয়াছ সিকদার, যুবদল নেতা শাহেদ কামাল, এসএম ইফতেখার উদ্দিন রুবেল, ছাত্রদল নেতা ভিপি আনছুর উদ্দিন, মোহাম্মদ ফারুক, বিএনপি নেতা সৈয়দ ফজলুল করিম চৌধুরী মিনা, নুরুল আমিন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোহাম্মদ হোসেন, মো.খোরশেদ আলম, হেলাল উদ্দিন শাহ্, মসিউদ্দৌলা, এখতিয়ার হোসেন, জসিম উদ্দিন চৌধুরী,

আরও বক্তব্য দেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় ও উত্তর জেলা নেতা যথাক্রমে মোহাম্মদ আবদুল হালিম, জিয়াউদ্দিন কাদের, অহিদুল ইসলাম চৌধুরী শরীফ, এড. সরোয়ার হোসেন লাভলু, আজিজুল ইসলাম, আবদুল গফুর খান, খোরশেদ আলম ফারুকী, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম প্রমূখ।

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় প্রেসক্লাবের সদস্য ও পরিবারের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প
ধানে কারেন্ট পোকার আক্রমণ, দিশেহারা জামালপুরের কৃষক 
ফরিদপুরে দেড় লাখ টাকায় ‘বিক্রি হওয়া’ সেই শিশু উদ্ধার
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করল ইসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা