আর্জেন্টিনাকে হারাতে যে পরিকল্পনার কথা জানালেন গিলহের্মে অ্যারানা

ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই বাড়তি এক উন্মাদনা। এই দুই দলের লড়াই দেখতে মুখিয়ে থাকে গোটা ফুটবল বিশ্ব। জাতীয় দল কিংবা বয়সভিত্তিক, যেই দলেরই লড়াই হোক না কেনো দর্শকদের উন্মাদনার কোনো কমতি থাকে না।
এবার আরও একবার এই দুই দলের লড়াই উপভোগ করবেন ফুটবলপ্রেমীরা। আগামী বুধবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় ভোর ৬টায় মাস মনুমেন্তাল স্টেডিয়ামে ফুটবলবিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলোর একটি ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার সুপার ক্লাসিকো অনুষ্ঠিত হবে।
প্রতিশোধের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে জয় তুলে নিতে বদ্ধপরিকর ব্রাজিল। তবে সেরা ছন্দে থাকা দলটির বিপক্ষে তাদেরই মাঠে কাজটা সহজ হবে না সেলেসাওদের। তাই বলে লড়াই থেকেও পিছ পা হওয়া যাবে না। আলসিলেস্তেদের বিপক্ষে জিততে, যা যা করা প্রয়োজন, তার সব পরিকল্পনা নিয়েই প্রস্তুতির কথা জানালেন ব্রাজিল ডিফেন্ডার গিলহের্মে অ্যারানা।
ফুটবল বিশ্বে এ দুই দলের লড়াই মানেই বাড়তি উত্তাপ। সেখানে লিওনেল মেসি কিংবা নেইমারের মতো তারকারা থাকুক বা না থাকুক। ব্রাজিলিয়ান লেফট-ব্যাক অ্যারানা বলেন, ‘এ এক বিশাল দ্বৈরথ। দুই দলেই দৃঢ়তা সম্পন্ন খেলোয়াড় থাকাটা স্বাভাবিক, কারণ দুই দলই জয়ের জন্য লড়াই করে।’ বিশ্বকাপ বাছাইয়ের আগের দেখায় ঘরের মাঠে আর্জেন্টিনার কাছে হেরেছিল ব্রাজিল। এ ম্যাচটি তাই তাদের কাছে প্রতিশোধের। তবে ব্রাজিলকে সতর্ক থাকতে হবে আর্জেন্টিানর আক্রমণভাগ নিয়ে। মেসি ও লাউতারো মার্তিনেজ না থাকলেও হুলিয়ান আলভারেস, থিয়াগো আলমাদা কিংবা জুলিয়ানো সিমেওনেরা কী করতে পারেন; সেটা প্রমাণ হয়েছে উরুগুয়ে ম্যাচেই। তাদের আক্রমণ ঠেকাতে রক্ষণ নিয়ে তাই বাড়তি মনোযোগ অ্যারানার।
তিনি বলেন, ‘আমাদের ফল প্রয়োজন। আমরা সেখানে খেলব রক্ষণে ভালো করা এবং ভালো ফুটবল খেলে জয় নিয়ে ফেরার ভাবনা নিয়ে। আমরা জানি যে, আর্জেন্টিনা দারুণ একটি সময় কাটাচ্ছে। তবে আমাদেরও মানসম্পন্ন পেশাদার খেলোয়াড় আছে। ওদের কিছু ভিডিও দেখেছি এবং ওদের খেলোয়াড়দের যে মান তাতে আমাদের সবার খুব মনোযোগী থাকতে হবে এবং আর্জেন্টিনার আক্রমণভাগকে অকার্যকর করে রাখতে হলে ভালো অবস্থায় থাকতে হবে।’
দিন দুয়েক আগে ঘরের মাঠের গ্যালারি ভরা দর্শকদের সমর্থন নিয়ে কলম্বিয়াকে হারিয়েছিল ব্রাজিল। এবার তাদের খেলতে হবে প্রতিপক্ষের মাঠে। যেখানে মাঠের ১১ খেলোয়াড়ের পাশাপাশি তাদের সামলাতে হবে প্রতিপক্ষ সমর্থকদের চাপও।
অ্যারানা বলেন, ‘এ এক ভিন্ন আবহ। তবে আমি বিশ্বাস করি, আমাদের অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় আছে যারা এমন পরিস্থিতির মধ্য দিয়ে আগেও গেছে।’
১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে কনমেবলের ১০ দলের মধ্যে তিনে অবস্থান করছে ব্রাজিল। অন্যদিকে সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। এ ম্যাচ জিতে নিজেদের মধ্যে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনতে চাইবে সেলেসাওরা। অন্যদিকে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে হার এড়াতে চাইবে আলবিসেলেস্তেরা।
(ঢাকাটাইমস/২৩ মার্চ/এনবিডব্লিউ)

মন্তব্য করুন