চট্টগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আফরাজ সাইফ (৩)। সে উপজেলার জোরারগঞ্জ থানার ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আশরাফ উদ্দিন আরজুর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, সকালে শিশুটি পরিবারের সদস্যদের অগোচরে ঘরের পাশে থাকা পুকুরে নামে। এসময় সে পানিতে ডুবে মারা যায়। পরিবারের সদস্যরা একাধিক বার খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরে যোহরের আযানের পর লাশ পুকুরের পানিতে ভেসে উঠে। নিহতের বাবা আরজু ছেলের লাশ পুকুর থেকে তুলে আনেন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। বাদ আসর জানাযার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে লাশ দাফন করা হয়।
(ঢাকা টাইমস/২৪জুলাই/এসএ)

মন্তব্য করুন