আপাতত রাগ কমেছে, আজকের ম্যাচে খেলছেন মাশরাফি

একাদশ নির্বাচন নিয়ে ফ্র্যাঞ্চাইজির হস্তক্ষেপের কারণে রাগে ও ক্ষোভে সোমবার দুপুরে টিম হোটেল ছেড়ে সরাসরি বাসায় চলে আসেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা। এ ঘটনায় তোলপাড় ঢাকার ক্রিকেট পাড়া। তবে মাশরাফির সঙ্গে দ্বন্দ্বটা তড়িঘড়ি মিটিয়ে ফেলেছে ফ্র্যাঞ্চাইজি।
শঙ্কা কাটিয়ে সন্ধ্যায় ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে খেলছেন মাশরাফি। ঢাকাটাইমসকে এটা নিশ্চিত করেছেন তিনি।মাশরাফি বলেন,‘ হ্যাঁ, আমি খেলছি। খেলতে তো হবেই। খেলাই তো আমাদের কাজ। খেলব না কেন? একাদশ নির্বাচন নিয়ে একটু মতপার্থক্য ছিল। এটা হতেই পারে।’
আজকের ম্যাচে মাশরাফির খেলার ব্যাপার নিশ্চিত করেছেন দলটির ম্যানেজার খালেদ মাসুদ পাইলটও। তিনি বলেন,‘ সিনিয়র খেলোয়াড়রা ম্যাচ শেষে অনেকেই বাসায় চলে যান। আমরা একসঙ্গে আড্ডা দিচ্ছিলাম। ওখান থেকেই তিনি বাসায় চলে গেছেন। তিনি অবশ্যই সন্ধ্যার ম্যাচে খেলছেন। না খেলার মতো কোনো কিছু ঘটেনি।’
বিপিএলের সবচেয়ে সফল অধিনায়ক তিনি। ঢাকাকে দুইবার চ্যাম্পিয়ন করার পর গত আসরের সাদামাটা দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দায়িত্ব নিয়েই শিরোপা জিতিয়ে চমক দেখান মাশরাফি। তবে চলতি বিপিএলের প্রথম তিন ম্যাচেই হেরে যায় তার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
(ঢাকাটাইমস/১৪নভেম্বর/ডিএইচ)

মন্তব্য করুন