দুই পর্ব শেষে ব্যাটে সেরা মারুফ, বলে নবী

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০১৬, ১১:২৫
অ- অ+

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দুই পর্ব (ঢাকা, চিটাগাং) শেষ হয়েছে গতকাল। ২৫ নভেম্বর আবার খেলা ফিরবে ঢাকায়। প্রথম পর্ব শেষে যারা ব্যাটে-বলে শীর্ষে ছিলেন দ্বিতীয় পর্বের পর তারা জায়গা হারিয়েছেন।

৭ ম্যাচে ২৪৪ রান নিয়ে ব্যাটসম্যানদের মধ্যে সবার উপরে আছেন ঢাকার মেহেদি মারুফ। আর ৮ ম্যাচে ১৪ উইকেট নিয়ে বোলারদের মধ্যে শীর্ষে চিটাগাং ভাইকিংসের মোহাম্মদ নবী।

এর আগে ১৭ নভেম্বর চট্টগ্রামের যহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা ডায়নামাইটস-চিটাগাং ভাইকিংস ম্যাচ দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্ব। তখন বরিশাল বুলসের শাহরিয়ার নাফিস ৪ ম্যাচে ১৮৪ রান নিয়ে ব্যাটসম্যানদের মধ্যে সবার উপরে ছিলেন। বোলারদের মধ্যে আট উইকেট নিয়ে সাবর উপরে ছিলেন শফিউল ইসলাম।

৭ ম্যাচে ২২৫ রান নিয়ে নাফিস এখন তিন নম্বরে। ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়ে শফিউলও তৃতীয়।

সেরা ৫ ব্যাটসম্যানের তালিকায় মারুফের পরে যথাক্রমে বরিশাল বুলসের অধিনায়ক মুশফিকুর রহীম (২৩৬ রান), বরিশাল বুলসের শাহরিয়ার নাফীস (২২৫ রান), চিটাগাং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল (২২৩ রান) এবং রাজশাহী কিংসের মুমিনুল হক (২১৬ রান)।

নবীর পরে সেরা চার বোলার হলেন ডায়নামাইটসের মোহাম্মদ শহীদ (১৪)। তৃতীয় অবস্থানে খুলনা টাইটান্সের টাইগার বোলার শফিউল ইসলাম (১৩), চতুর্থ অবস্থানে আছেন রংপুরের হয়ে খেলা পাকিস্তানের তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি (১১), এবং তালিকার পঞ্চম স্থানে পেসার জুনায়েদ খান (১১)।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/এএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা