ফেসবুকের মডেলিং রমনায়

লেখা ও ছবি: শেখ সাইফ
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০১৬, ১৪:০৪
অ- অ+

রমনা পার্ক। নামটি মনে আসলেই প্রথমেই যে চিত্রটি চোখে ভেসে ওঠে তা হলো, বেঞ্চিতে বেঞ্চিতে যুগলদের উপস্থিতি। আবার ঘাসে বসে বাদাম খাওয়ার দৃশ্যও কম নয়।

এর বাইরে রমনায় আরো একটি চিত্র এখন প্রায়ই দেখা যায়। কেতাদুরস্ত পোশাকের কিছু ছেলেমেয়ের বিচরণ থাকে এই উদ্যানে। কারো হাতে আবার ক্যামেরা। কেউ পোজ দিচ্ছেন, কেউ ছবি তুলছেন। বিভিন্ন লোকেশনে, বিভিন্ন ঢঙে, বিভিন্ন কৌশলে ছবি তোলায় তাদের ব্যস্ততার যেন কোনো শেষ নেই। কায়দা-কৌশল দেখে মনে হবে, রমনাতে চলছে মডেলিং বা উঠতি মডেল গড়ার কারিকুরি। প্রত্যেক ছেলেমেয়ের কাছে ব্যাগ ভর্তি পোশাক, মেকআপ বক্স আর রিফ্লেকটর বোর্ড। কারো কাছে আছে ট্রাইপড, মনোপড।

প্রতিদিন রমনা পার্কে এরকম ১০-১২টা দল দেখতে পাওয়া যায়। এদের অনেকে নিজেদের ক্যামেরা দিয়ে ছবি তুলেন। আবার অনেকে ক্যামেরা ভাড়া করে এনে ছবি তুলছেন। অনেকে আলোকচিত্রীকেও চুক্তিবদ্ধ করে নিয়ে আসেন ছবি তুলতে।

এদের সঙ্গে কথা বলে জানা যায়, মূলত ফেসবুকে ছবি আপলোড করার জন্যই এইভাবে ছবি তুলতে আসেন। অনেকের স্বপ্ন একটু বেশি। ফেসবুকের ছবির মাধ্যমেও আজকাল বিনোদনমাধ্যমে কাজ করার সুযোগ ঘটে। কখন কোন পরিচালকের নজরে পড়ে যায় ছবি, তার অপেক্ষায় থাকেন অনেকে। বিল বোর্ডের মডেল হওয়ার ইচ্ছের কথাও জানালেন কেউ কেউ। অন্যদিকে ফেসবুকে বেশি বেশি লাইক আর মতামত পাওয়ার আকাঙ্খাতো আছেই।

ঢাকাটাইমস/০১ডিসেম্বর/এসএস/টিএমএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা