নিউজিল্যান্ডে বাজে রেকর্ড পাল্টাতে চান মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০১৬, ১৬:২৬
অ- অ+

নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনে বাঘা বাঘা দলকেও নাকানি খেতে হয়। নিজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের রেকর্ডও করুণ। এখন পর্য়ন্ত ওখানে একটি জয় এসেছে, তবে সেটি নিউজিল্যান্ডের বিপক্ষে নয়। একমাত্র জয়টি গত বছর বিশ্বকাপে, স্কটল্যান্ডের বিপক্ষে।

মানে নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এখনও জয়ের স্বাদ নিতে পারেনি টাইগাররা। সাত ওয়ানডের সবকটিতেই হার। তবে এই করুণ রেকের্ড আর দীর্ঘ করতে চান না বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

রবিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন,‘অবশ্যই আমাদের মানসিকতা আগের মতো নেই। আগে যেমন নেতিবাচক চিন্তা থাকতো এখন সেসব নেই। খারাপ দিন এখনও আসতে পারে কিন্তু আমরা মানসিকভাবে ইতিবাচক আছি যে, ভালো কিছু করবো।’

নিউজিল্যান্ডের যতটাইনা বাজে রেকর্ড ততটাই আবার ভালো রেকর্ড বাংলাদেশের মাটিতে।এখানে সর্বশেষ সাত ওয়ানডের সবকটিতেই জয় আছে টাইগারদের। নিউজিল্যান্ড হারাতে যেটাকে প্রেরণা হিসেবে দেখছেন মাশরাফি। তাছাড়া আগের সেই দলটাও এখন আর নেই। এই দলটিকে যথেষ্ঠ শক্তিশালী মনে করছেন বাংলাদেশ অধিনায়ক।

তিনি বলেন,‘সত্যি কথা বলতে কী, মাইন্ডসেট এবার পুরো আলাদা। তবে এটাও মনে রাখতে হবে, নিউ জিল্যান্ড এমন একটি জায়গা, যেখানে এসে সব দলকেই ধুঁকতে হয়। আমাদের জন্য ব্যতিক্রম হওয়ার কোনো কারণ নেই। তবে সেটা মেনে নিয়েই আমাদের চেষ্টা করতে হবে।’

(ঢাকাটাইমস/২৫ডিসেম্বর/ডিএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা