খুলনায় আ.লীগ নেতাকে গুলি, প্রাণ গেল পথচারীর

হত্যাচেষ্টা থেকে বেঁচে গেছেন খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক জেড এ মাহমুদ ডন। তবে তাকে হত্যার করতে ছোড়া গুলি প্রাণ কেড়ে নিলো এক নারীর। তার নাম শিপ্রা কু-ু।
শনিবার বেলা পৌনে ১১টার দিকে মহানগরীর দোলখোলার মোড়ে এই ঘটনা ঘটে। শিপ্রা ব্যাংক কর্মকর্তা চিত্তরঞ্জন কু-ুর স্ত্রী। তিনি পূজার ফুল কিনতে দোলখোলায় গিয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সামসুর রহমান মানি ওয়েল ফেয়ার সেন্টারে একটি কাজ শেষে ডন বের হওয়া মাত্রই তাকে হত্যার চেষ্টা হয়। তিনটি মোটর সাইকেলে করে আসা নয় জনের একজন তাকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়ে। এ সময় সেখানে উপস্থিত একজন ঘটনাটি দেখতে পেয়ে ডনকে ধাক্কা দিয়ে ফেলে দেন। আর গুলিটি গিয়ে লাগে পাশে দিয়ে হেঁটে যাওয়া শিপ্রার বুকে। পরে হামলাকারীরা ফাঁকা গুলি ছুঁড়ে পালিয়ে যায়।
স্থানীয়রা শিপ্রাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক এস এম মনোয়ারুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
এর আগেও ডনকে হত্যার জন্য তার উপর বোমা হামলা হয়েছে। তিনি এই ঘটনার জন্য এলাকার চিহ্নিত মাদক ও অস্ত্রবিক্রেতাদেরকে দায়ী করছেন। বলেন, ‘মুখোশ পরা থাকায় কাউকে চিনতে পারিনি।’
আওয়ামী লীগ নেতা ডন বলেন, ‘সামসুর রহমান মানি ওয়েল ফেয়ার সেন্টারে একটি কাজ শেষ করে তার একটু সামনে পরিচিত এক লোকের সঙ্গে কথা বলছিলাম। এসময় মৌলভীপাড়ার দিক থেকে আসা দুটি মটর সাইকেলে মুখোশধারীরা আমাকে লক্ষ্য করে গুলি করে। আমার সাথে থাকা লোকটি আমাকে ধাক্কা দিয়ে পাশের ওয়ালের উপর ফেলে দেন। এতে গুলি আমার গায়ে না লেগে পাশের এক পথচারী নারীর গায়ে লাগে। আমি পরে পাশের একটি বাড়িতে আশ্রয় নিই।’
ঘটনাস্থলে থাকা খুলনা সদর থানার সহকারী উপপরিদর্শক পুলক জানান, ঘটনার পর হামলার স্থান থেকে দুইটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি জানার পর আমিসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছি। সন্ত্রাসীদের আটক করার চেষ্টা করা হচ্ছে।’
এই হামলার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে খুলনা প্রেসক্লাবে এসে সমাবেশ করে। এসময় বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, মো. শামীম। তারা ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
(ঢাকাটাইমস/৩১ডিসম্বর/ডব্লিউবি)

মন্তব্য করুন