শনিবার বল করতে পারবেন রুবেল

ইনজুরি যেন পিছু ছাড়ছে না বাংলাদেশকে। শেষ টেস্টের প্রথমদিন ব্যাট করতে গিয়ে ট্রেন্ট বোল্টের ওভারে কনুইয়ে ব্যথা পান টাইগার পেসার রুবেল হোসেন। মাঠেই তাকে সেবা দেয়া হয়। এরপর অবশ্য আর বেশিক্ষণ মাঠে থাকতে হয়নি তাকে। পরের ওভারেই আউট হন কামরুল ইসলাম রাব্বী। সেই সাথে ২৮৯ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। রুবেল হোসেন অপরাজিত থাকেন ১৬ রান করে।
রুবেল হোসেনকে নিয়ে অবশ্য শঙ্কা ছিল যে তিনি আগামীকাল বল করতে পারবেন কিনা। এদিন খেলা শেষে রুবেল হোসেনের কনুইয়ে এক্স-রে করানো হয়। তবে, এতে কোনও সমস্যা ধরা পড়েনি। তিনি ভালো আছেন। শনিবার তার বল করতে সমস্যা হবে না বলে জানা গেছে।
রুবেল হোসেন সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছেন ২০১৫ সালের এপ্রিলে। অর্থাৎ, দীর্ঘ ২০ মাস পর তিনি সাদা পোশাক ও লাল বলের ক্রিকেট খেলতে নেমেছেন।
ক্রাইস্টচার্চের হেগলি ওভালে আজ শুরু হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচ। এদিন টস হেরে ব্যাট করতে নেমে ২৮৯ রান করে অলআউট হয়ে যায় টাইগাররা। আগামীকাল ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায়।
(ঢাকাটাইমস/২০ জানুয়ারি/এসইউএল)

মন্তব্য করুন