শনিবার বল করতে পারবেন রুবেল

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০১৭, ১৭:২৬| আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ১৭:২৮
অ- অ+

ইনজুরি যেন পিছু ছাড়ছে না বাংলাদেশকে। শেষ টেস্টের প্রথমদিন ব্যাট করতে গিয়ে ট্রেন্ট বোল্টের ওভারে কনুইয়ে ব্যথা পান টাইগার পেসার রুবেল হোসেন। মাঠেই তাকে সেবা দেয়া হয়। এরপর অবশ্য আর বেশিক্ষণ মাঠে থাকতে হয়নি তাকে। পরের ওভারেই আউট হন কামরুল ইসলাম রাব্বী। সেই সাথে ২৮৯ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। রুবেল হোসেন অপরাজিত থাকেন ১৬ রান করে।

রুবেল হোসেনকে নিয়ে অবশ্য শঙ্কা ছিল যে তিনি আগামীকাল বল করতে পারবেন কিনা। এদিন খেলা শেষে রুবেল হোসেনের কনুইয়ে এক্স-রে করানো হয়। তবে, এতে কোনও সমস্যা ধরা পড়েনি। তিনি ভালো আছেন। শনিবার তার বল করতে সমস্যা হবে না বলে জানা গেছে।

রুবেল হোসেন সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছেন ২০১৫ সালের এপ্রিলে। অর্থাৎ, দীর্ঘ ২০ মাস পর তিনি সাদা পোশাক ও লাল বলের ক্রিকেট খেলতে নেমেছেন।

ক্রাইস্টচার্চের হেগলি ওভালে আজ শুরু হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচ। এদিন টস হেরে ব্যাট করতে নেমে ২৮৯ রান করে অলআউট হয়ে যায় টাইগাররা। আগামীকাল ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায়।

(ঢাকাটাইমস/২০ জানুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উপজেলা বিএনপি সভাপতির নির্দেশে ঢাবি ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের অভিযোগ
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬৮তম সভা অনুষ্ঠিত
সিলেটের সাদা পাথর লুটের ঘটনায় সিআইডির অনুসন্ধান শুরু
ডাকসুর চূড়ান্ত তালিকা প্রকাশ: প্রতিদ্বন্দ্বিতায় সর্বমোট ৪৭১ জন প্রার্থী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা