দিনের শুরুতেই রান আউট হয়ে সাজঘরে তামিম

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১০:২৩| আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৫৫
অ- অ+

দিনের শুরুতেই রান আউট হয়ে সাজঘরে ফিরলেন তামিম ইকবাল। আজ মাত্র এক রান করেছেন তিনি। দিনের তৃতীয় ওভারেই এ ঘটনাটি ঘটে। বল করছিলেন ভুবনেশ্বর কুমার। ব্যাটসম্যান ছিলেন মুমিনুল হক।

ওভারের চতুর্থ বলে ডিপ স্কোয়ার লেগে বল পাঠিয়ে দেন মুমিনুল। স্বাচ্ছন্দ্ব্যে একবার জায়গা পরিবর্তন করেন দুই ব্যাটসম্যান। কিন্তু দ্বিতীয় রান নিতে গিয়েই ঘটে বিপত্তি। নন স্ট্রাইক প্রান্তে তামিম পৌঁছানোর আগেই বেল ফেলে দেন ভুবনেশ্বর কুমার। তামিম ইকবাল সাজঘরে ফেরেন ব্যক্তিগত ২৫ রান করেন।

হায়দরাবাদে চলতি বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচটির তৃতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ। গতকাল ছয় উইকেট হারিয়ে ৬৮৭ রান সংগ্রহ করে ইনিংস ডিক্লেয়ার করেছিলো ভারত। পরে বাংলাদেশ ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে ৪১ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করেছিলো।

প্রথম ইনিংসে তিন ভারতীয় ব্যাটসম্যান সেঞ্চুরি করেন। এর মধ্যে বিরাট কোহলি তার সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেন। আর তিনজন হাফ সেঞ্চুরি করেন। বাংলাদেশের তাইজুল ইসলাম ৩টি, মেহেদী হাসান মিরাজ ২টি ও তাসকিন আহমেদ ১টি করে উইকেট নেন।

(ঢাকাটাইমস/১১ ফেব্রুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আশুলিয়ায় গণহত্যা ও ছয় লাশ পোড়ানো মামলায় ১৬ জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগপত্র
উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: রাবাতে আসিফ মাহমুদ
হজব্রত শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ১৮৮ হাজি
৭ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা