জয়টা ভক্তদের উৎসর্গ করলেন মুশফিক

শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ। আর এই ঐতিহাসিক জয়টা ভক্তদের উৎসর্গ করে দিয়েছেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম।
কলম্বোতে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট এই পর্যায়ে আসার পেছনে সমর্থকদের ভূমিকা কোনো অংশেই কম নয়। জয়টা আমরা দেশের সব ক্রিকেটভক্তকে উৎসর্গ করলাম।’
সিরিজের প্রথম টেস্ট হেরে বেশ সমালোচিত হয়েছিল বাংলাদেশ ক্রিকেট। কিন্তু শেষ টেস্ট ভালোভাবেই জিতে নিল টাইগাররা। বিশেষ করে তামিম-সাব্বিরের দারুণ ব্যাটিং সবার নজর কেড়েছে।
এছাড়া সাকিব, মোসাদ্দেক ও অধিনায়ক মুশফিকও দলের জন্য অসাধারণ অবদান রাখেন। এর আগে টেস্টে শেষ জয়টি এসেছিল ইংল্যান্ডের বিপক্ষে।
‘শ্রীলঙ্কার বিপক্ষে এই জয়টিও বড় একটা সাফল্য। এই জয় দিয়ে আমারা প্রমাণ করতে পেরেছি বিদেশের মাটিতেও আমরা পারি। জয়টা আমাদের আরও এগিয়ে দেবে। প্রেরণা জোগাবে।’ মন্তব্য মুশফিকের।
প্রসঙ্গত, টেস্ট পর্ব শেষ। আগামী ২৫ মার্চ থেকে শুরু হবে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে। এরপর ২৮ মার্চ দ্বিতীয় ওয়ানডে আর সবশেষ ওয়ানডে মাঠে গড়াবে ১ এপ্রিল।
(ঢাকাটাইমস/২০মার্চ/জেইউএম)

মন্তব্য করুন