ফের তিন ফরম্যাটের রাজা সাকিব

অলরাউন্ডার হিসেবে তিন ফরম্যাটে র্যাঙ্কিংয়ের সেরা ছিলেন কিছুদিন আগেও।তবে টেস্টে ফরম্যাটে মাত্র কয়েক দিনের জন্য এক নম্বর জাযগা হারাতে হয় ভারতের রবিচন্দ্রন অশ্বিনের কাছে। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্টে ব্যাট বলে ভালো করে অশ্বিনকে নামিয়ে আবার একে চলে গেলেন সাকিব আল হাসান।
র্যাঙ্কিয়ের এক নম্বরে থেকে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামেন সাকিব। কিন্তু প্রথম টেস্টের পর সাকিবের জায়গাটা দখল করেন ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন।
তবে শেষ টেস্টে মনে রাখার মতো অলরাউন্ড পারফরম্যান্স দেখান সাকিব। ১৩১ রান করার পাশাপাশি উইকেট নেন ৬টি। এই পারফরম্যান্সের কারণে এক নম্বরে ওঠা সাকিবের পয়েন্ট হয়েছে ৪৩১। অন্য দিকে দ্বিতীয় স্থানে নেমে যাওয়া রবিচন্দ্রন অশ্বিনের পয়েন্ট ৪০৮। সাকিব, অশ্বিনের পর আছেন ভারতের রবিন্দ্র জাদজা, ইংল্যান্ডের বেন স্টোক ও অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।
(ঢাকাটাইমস/২০মার্চ/ডিএইচ)

মন্তব্য করুন