শ্রীলঙ্কার বিরুদ্ধে টাইগারদের প্রথম সিরিজ জয়ের হাতছানি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ মার্চ ২০১৭, ১৩:০৮
অ- অ+

প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। তাই টাইগারদের সামনে এবার সিরিজ জয়ের হাতছানি। বাংলাদেশ এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে কোনও ফরম্যাটের ক্রিকেটে সিরিজ জিততে পারেনি। তাই এবারই টাইগারদের সামনে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতে নেয়ার সুযোগ তৈরি হয়েছে।

টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ জিতেছে বাংলাদেশ। বাকি আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। অবশ্য, টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সবার সঙ্গেই জয়ের স্বাদ রয়েছে বাংলাদেশের।

রাঙ্গিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে গতকাল অনুষ্ঠিত হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচে ৯০ রানের জয় পেয়েছে বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের এটি পঞ্চম জয়।

একই ভেন্যুতে আগামী ২৮ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচটি ‍শুরু হবে বাংলাদেশ সময় বিকেল তিনটায়। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে আগামী ১ এপ্রিল অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল দশটায়।

(ঢাকাটাইমস/২৬ মার্চ/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নৌপথে অসুস্থ শিশুকে দ্রুত চিকিৎসা সহায়তা কোস্টগার্ডের
পরকীয়ার জেরে পুলিশ সদস্য স্বামীকে হত্যা: স্ত্রীসহ ছয়জনকে গ্রেপ্তার করল যাত্রাবাড়ী থানা পুলিশ
প্রাণঘাতী গুলি না ব্যবহারের অনুরোধ সায়ানের, পুলিশের কাউন্সিলিংয়ের পরামর্শ নিপুনের
উত্তরায় বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা